নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
গ্র্যামি-মনোনীত আরএন্ডবি গায়িকা অ্যাঞ্জি স্টোন গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন
ছবিঃ এলএবাংলাটাইমস
গ্র্যামি-মনোনীত আরএন্ডবি গায়িকা অ্যাঞ্জি স্টোন এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
স্টোনের মেয়ে ডায়মন্ড স্টোন ফেসবুকে এক পোস্টে লেখেন, "আমার মা আর নেই।"
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শনিবার (স্থানীয় সময়) সকালে আলাবামার মন্টগোমেরিতে এক পারফরম্যান্সের পর স্টোনের যাত্রীবাহী ভ্যানটি উল্টে যায়। দুর্ঘটনায় স্টোন মারাত্মকভাবে আহত হন এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
অ্যাঞ্জি স্টোন তার জনপ্রিয় গান "No More Rain (In This Cloud)" এবং "Wish I Didn't Miss You"-এর জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন। সংগীত ক্যারিয়ারে তিনি তিনবার গ্র্যামির জন্য মনোনীত হন।
তার সংগীতজীবন শুরু হয় ১৯৭০-এর দশকে, যেখানে তিনি নারী হিপ-হপ ট্রিও "The Sequence"-এর সদস্য ছিলেন। তাদের অন্যতম জনপ্রিয় গান "Funk You Up", বিলবোর্ডের হট সোল সিঙ্গেলস চার্টে ১৫ নম্বরে অবস্থান করেছিল।
তার মেয়ে, যিনি সংগীতশিল্পী হিসেবে "Ladi Diamond" নামে পরিচিত, ফেসবুকে লিখেছেন যে তিনি একেবারে শোকে "নিস্তব্ধ" হয়ে গেছেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে তিনি তার পরিবারের জন্য প্রার্থনা চেয়ে পোস্ট করেছিলেন।
এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, স্টোনের পরিবার মন্টগোমেরিতে অবস্থান করছে এবং তারা শিগগিরই এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করবে।
হিপ-হপ গ্রুপ "Grandmaster Flash and the Furious Five"-এর সদস্য গাই টড উইলিয়ামস, যিনি "Rahiem" নামে পরিচিত, জানান যে, দুর্ঘটনার সময় স্টোনের সঙ্গে ভ্যানে আরও নয়জন যাত্রী ছিলেন।
তিনি বলেন, "তিনি সংগীত জগতে তার স্থায়ী ছাপ রেখে গেছেন, বিশেষ করে ‘The Sequence’ গ্রুপের সদস্য হিসেবে।"
স্টোনই ওই দুর্ঘটনায় একমাত্র প্রাণ হারান।
শুধু সংগীত নয়, তিনি সিনেমার জগতেও কিছু সফলতা পেয়েছিলেন।
২০০২ সালে "The Hot Chick" সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার, যেখানে রব স্নাইডার, র্যাচেল ম্যাকঅ্যাডামস ও আন্না ফ্যারিস অভিনয় করেছিলেন।
২০০৩ সালে তিনি কিউবা গুডিং জুনিয়র ও বিয়ন্সের সঙ্গে "The Fighting Temptations" সিনেমাতেও অভিনয় করেন।
বিবিসি মন্টগোমেরির পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য জানার জন্য।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন