অন্ত মিলন-এর কবিতা
তোমাকে আমি খনন করতে চাইঅন্ত মিলন
তোমার প্রহেলিকা খনন করে তোমাকে আমি আবিষ্কার করতে চাই।
এই নিশি রাতে তোমাকে আমি খনন করতে চাই।
পরিশেষে আমি তোমার লজ্জায় নত হতে চাই।
এভাবেই চলুক আমাদের প্রণয় যাত্রা
আরো কিছুদিন।
আরো কিছুদিন চলুক তোমার আমার ছেলেখেলা।
হতাহত জোছনা'রা দেখুক আহত সুখ।
ভালোবাসা কখনও বৈধ-অবৈধ বোঝে না,
ভালোবাসা শুধু ভালোবাসা বোঝে।
ভালোবাসার কোনো সমাজ-ধর্ম থাকতে নেই,
থাকতে নেই ভয় !
আমি তোমার ভয়কে খনন করে আমি তোমাকে আবিস্কার করতে চাই।
এই নিশি রাতে আমি তোমার তোমাকে খনন করতে চাই।
পরিশেষে আমি তোমার মাতৃত্বের কাছে নত
হতে চাই;
আমি তোমার কাছে নত হতে চাই !
News Desk
শেয়ার করুন