চার ফুটের বেশি লম্বা পা, গিনেস বুকে রেকর্ড
ম্যাকি কারিন আমেরিকার টেক্সাসে বসবাসকারী এক কিশোরী। ১৭ বছর বয়স। এ বয়সেই গিনেস বুকে তার নাম লিখিয়েছে। কারণ বিশ্বের দীর্ঘতম পায়ের অধিকারী এখন ম্যাকি।
ম্যাকির মোট উচ্চতার ৬০ শতাংশই পায়ের উচ্চতা। সে লম্বায় ৬ ফুট ১০ ইঞ্চি। আর তার বা-পায়ের উচ্চতা ৫৩.২৫৫ ইঞ্চি ও ডান-পায়ের উচ্চতা ৫২.৮৭৪ ইঞ্চি। অর্থাৎ দু’টি পায়ের উচ্চতায় চার ফুটের বেশি।
এত লম্বা পা নিয়ে দু’টি বিশ্ব রেকর্ড এখন ম্যাকির দখলে। একটি দীর্ঘতম পা-যুক্ত মহিলা এবং অন্যটি দীর্ঘতম পা থাকা কিশোর/কিশোরী।
এলএবাংলাটাইমস/এলআরটি/টি
শেয়ার করুন