করোনাযোদ্ধাদের জন্য স্টারবাকসের ফ্রি কফি!
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চেইন কফিশপ স্টারবাকস ডিসেম্বর জুড়ে করোনার বিরুদ্ধে লড়াই করা ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য বিনামূল্যে কফির আয়োজন করেছে৷ ডিসেম্বরে 'করোনাযোদ্ধারা' বিনামূল্যে স্টারবাকসের কফি পাবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মঙ্গলবার (১ ডিসেম্বর) এই ঘোষণা দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র জানায়, যুক্তরাষ্ট্রজুড়ে যারা করোনার বিরুদ্ধে লড়াই করছেন, সেসব গ্রাহকদের বড় ব্রিউ কফি বিনামূল্যে দেওয়া হবে।
ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, ফায়ারসার্ভিস কর্মী, ফার্মাসিস্ট, ডেন্টিস্টসহ স্বাস্থ্যবিভাগে কর্মরত সবাই এই সেবাটি পাবে।
করোনার শুরু থেকেই জনপ্রিয় এই কফি শপটি ফ্রন্টলাইন ওয়ার্কারদের পাশে ছিলো। এখন পর্যন্ত করোনাযোদ্ধাদের ২০ লাখ কাপ কফি ও ৩০ হাজার কেয়ার প্যাকেজ ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে স্টারবাকস। এছাড়াও বিভিন্ন সময়ে স্বাস্থ্যখাতে বড় অংকের অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন