আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

        মিনেসোটায় চার্চের প্রার্থনা পণ্ড: আইসিই বিরোধী বিক্ষোভ তদন্তে মার্কিন বিচার বিভাগ

        স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১, আহত শতাধিক

        লস এঞ্জেলেসে ফ্রিওয়ে দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৫

        রিভারসাইড কাউন্টিতে নিখোঁজ বন্ধুদের খুঁজতে গিয়ে মৃত্যু হলো এক হাইকারের

        গুলিতে নিহত ১৪ বছরের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়, শোকাহত পুরো এলাকা

সাইকেলে ৪৬ হাজার মাইল

সাইকেলে ৪৬ হাজার মাইল

‘আশি দিনে বিশ্বভ্রমণ’ বইটি নিশ্চয় পড়েছেন, লিখেছেন বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক জুলভার্ন।

৮০ দিনে বিশ্বভ্রমণ তো পুরোনো কথা, এমন কি, মঙ্গলগ্রহ ভ্রমণ নিয়েও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখার ইচ্ছা নেই। এই লেখার নায়কের বাড়ি যুক্তরাজ্যে মিডলসেক্সের স্ট্যানমোরে, নাম অ্যাডাম সুলতান। লন্ডনের পাতাল রেলে কাজ করতেন তিনি। অতিসম্প্রতি চাকরি ছেড়ে দিয়েছেন মনের ইচ্ছা পূরণের জন্য।

তিনিও বিশ্ব ভ্রমণে বের হয়েছেন। তবে আশি দিনে নয়, আশি দিনে বিশ্বভ্রমণ তো কোনো খবর নয় আজকালকার দিনে। এ কথা সুলতানও জানেন। তাই তিনি লক্ষ্য নির্ধারণ করেছেন পাঁচ বছরের কিছুটা বেশি সময়ে ৪৬ হাজার মাইল পরিভ্রমণ করার।

যাত্রাপথে তিনি বিরতি করবেন বিভিন্ন স্থানে। কমপক্ষে আশিটি স্থানে তো বটেই। সেখানে যাত্রাবিরতি করবেন সেখানকার মানুষের সঙ্গে তিনি কাজ করবেন এবং অবশ্যই টাকার বিনিময়ে নয়, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। উদ্দেশ্য, স্থানীয় সংস্কৃতিকে জানা, মানুষকে বোঝা ও তাদের চেনা।

আগেই বলে রাখা ভাল যে, এটিই তার প্রথম অভিযান নয়। তবে আজ পর্যন্ত যতো অভিযানে তিনি গেছেন, তার মধ্যে এটি সবচেয়ে উচ্চাকাঙ্খী।

সাইকেলে চেপে তিনি হিমালয় পর্বতমালা, আন্দিজ পর্বতমালা, আল্পস ও রকি পর্বতমালা পার হবেন। তবে তার আগে অনুসরণ করবেন ট্যুর দ্য ফ্রান্সের রুট।

সুলতানের অভিযাত্রা শুরু হয় ২৮ জুন লন্ডন অলিম্পিক ভেলড্রোম থেকে। এরপর তিনি শুরু করেন ২০১৪ সালের ট্যুর দ্য ফ্রান্সের রুট ধরে। তিনি যাবেন চার পার্বত্য এলাকায়। শুরু করবেন হিমালয় থেকে এবং আন্দিজ ও আল্পস পর্বতমালা শেষে পরভ্রমণ করবেন রকি পর্বতমালা।

অভিযানের লক্ষ্য সম্পর্কে সুলতান বলছেন, ‘সাইকেলে করে যতো দ্রুত সম্ভব বিশ্বভ্রমণ নয় কিংবা নতুন রেকর্ড সৃষ্টি করা এই অভিযাত্রার উদ্দেশ্য নয়। এর আসল উদ্দেশ্য, আমি যে পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীকে বোঝা, উপলব্ধি করা। এছাড়া রোমাঞ্চ উপভোগ করার পাশাপাশি যাত্রা পথে লোকজনকে সহায়তা করা।’

অ্যাডাম সুলতান জানেন, যাত্রা পথে কেউ তার সঙ্গী হবেন না। তারপরও সঙ্গী পাওয়ার আশা করছেন তিনি; বলেছেন, ‘অনুশীলন করতে হয়েছে আমাকে একা একা। কিন্তু বাস্তবতা হলো যাত্রাপথে অনেকের সঙ্গে দেখা হবে। সঙ্গীও হবেন অনেকে।’

যেসব জায়গায় আগে গেছেন, সেসব জায়গায় যাওয়ার পাশাপাশি সুলতান সিটিজেন সায়েন্স প্রজেক্টে যোগ দেয়ারও পরিকল্পনা করেছেন। এই সংস্থাটি তাকে জ্যোতির্বিজ্ঞান, দূষণ ও সংরক্ষণ সম্পর্কে জ্ঞান দিয়ে তার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করবে। এছাড়া নানা রকম উপাত্ত পাওয়ারও আশা করছেন তিনি সংস্থার কাছ থেকে।

সারা বিশ্বে ১৫টি ম্যারাথনে দৌঁড়েছেন সুলতান, ২০১৫ সালে। তারপরও তিনি যে ধরনের লাইফস্টাইলে অভ্যস্ত, নতুন লাইফস্টাইল হচ্ছে একেবারে ভিন্ন। রাজধানীর পাতাল রেল নেটওয়ার্কে কাজ করেছেন প্রায় এক দশক সময়। তারপরও তিনি মনে করেন, কাজটি আদৌ তার জন্য নয়।

তিনি বলছেন, ‘আমার ১৬ বছর বয়স থেকে কাজ করছি লন্ডন পাতাল রেলে। এটি আসলেও খারাপ চাকরি নয়, তারপরও আমি চিরকাল এই কাজ করতে চাইনি।’

‘একই ভূমিকায় প্রায় এক দশক ধরে কাজ করার পর আমি আমার পছন্দমতো কাজ শুরু করছি। এরপর ২০১৪ সালে এমন দু’টো ঘটনা ঘটে, যা আমাকে ঠেলে দিয়েছে আমার মন পরিবর্তনের পথ ধরে এগিয়ে যেতে। এ দু’টি ঘটনার একটি ফুসফুস ক্যন্সারে বাবার মৃত্যু এবং অপরটি এক্সপ্লোরিং মাইন্ডসেট নামের একটি অ্যডভেঞ্চারে যোগ দেয়া,’ বললেন তিনি।

কাগজে-কলমে এক্সপ্লোরিং মাইন্ডসেট হলো ক্যারিবিয়ায় সপ্তাহব্যাপী জিনিসপত্র বিক্রি করা। কিন্তু বস্তবতা হলো এই বিষয়টিই আমাকে নতুন অভিজ্ঞতা, নতুন দক্ষতা ও নতুন সংস্কৃতির কাছে টেনে নিয়ে গেছে।

সাইকেলে সারা পৃথিবী ভ্রমণ করার বিষয়টি সুলতানের মনে দাগ কাটা শুরু করে ২০১৫ সালে।

তিনি সাইকেল চালান মনের আনন্দে, মনের খোরাক নেয়ার জন্য, বিশ্ব রেকর্ড কিংবা প্রথম হওয়ার জন্য নয়। তবে কঠিন কঠিন চ্যালেঞ্জ নিতে চান তিনি। যেমন, সাইকেলে লন্ডন থেকে প্যারিস যাওয়া। এভাবেই সাইকেলে বিশ্বভ্রমণের প্রস্তুতি নিয়েছেন।

যাত্রাপথে তিনি সামাজিক গণমাধ্যম ব্যবহার করবেন। এর মাধ্যমেই বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সংস্পর্শে থাকবেন। তিনি তার কথা জানাবেন, যাত্রাপথে দেখা মানুষজনের কথাও বলবেন এই সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করেই।


এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত