আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

জন্মনিয়ন্ত্রণ পিল নিয়ে যত বিভ্রান্তি

জন্মনিয়ন্ত্রণ পিল নিয়ে যত বিভ্রান্তি

কেস-১ : রোগীর বয়স ৩৪ বছর, দুই বাচ্চার জননী, তার সমস্যা এক বছর ধরে তলপেট ও মাজা ব্যথা, সাদা স্রাব এবং অনিয়মিত মাসিক। হিস্ট্রি নিয়ে জানা গেল তিনবার এমআর করিয়েছে, এরপর থেকেই তার সমস্যার শুরু। কোনো ধরনের জন্মনিরোধক ব্যবহার না করার কারণ হিসেবে জানাল খাবার বড়ি খেয়ে মুটিয়ে যাওয়ার ভয়ে এ বিষয়ে ব্যবস্থা নেননি।
কেস-২ : রোগীর বয়স ২১ বছর, বিয়ের সাত মাস না হতেই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করেছে। এখন এমআর করানোর উদ্দেশ্যে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। তার ধারণা ছিল, জন্মনিরোধক পিল খেলে পরবর্তীতে বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে, তাই পিল খাননি। তবে অনিয়মিতভাবে কনডম ব্যবহার করতেন। 
এমন কিছু কেস স্টাডি করে বোঝা যায়, সাধারণ মানুষের মাঝে জন্মনিরোধক পিল সম্পর্কে কত ভুল ধারণা রয়েছে। প্রকৃতপক্ষে খাবার পিল জন্মনিরোধক হিসেবে একটি শতভাগ কার্যকর পদ্ধতি এবং অন্যান্য পদ্ধতির চেয়ে কম পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত। বর্তমানে যেসব স্বল্প মাত্রার পিল পাওয়া যায় তা দীর্ঘদিন খেলেও মুটিয়ে যাওয়ার ভয় নেই। এই পিল গর্ভধারণের পথেও কোনো বাধা নয়। এ পিল খাওয়াকালীন এটি ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন বন্ধ করে গর্ভধারণ করতে বাধা দেয়। পিল সেবন বন্ধ করার দুই থেকে তিন মাসের মধ্যে ডিম্বাণু স্ফুটন আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এবং দ্রুত গর্ভধারণ হয়। 
জন্মনিয়ন্ত্রণ ছাড়াও পিল সেবনের আরও অন্যান্য উপযোগিতা
ষঅনিয়মিত মাসিকে পিল সেবন একটি কার্যকর চিকিৎসা। এটি শরীরের হরমোনের অস্বাভাবিক তারতম্যকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে এবং মাসিক নিয়মিত করে। 
এটি ডিম্বাশয়ে সিস্ট তৈরিতে বাধা দেয়। 
এটি মাসিকের রক্তক্ষরণ কমিয়ে রক্তশূন্যতা রোধ করে। 
এই পিল জরায়ু মুখের মিউকাসকে ঘন করে জরায়ুতে জীবাণুর প্রবেশ প্রতিহত করে, এভাবে এটি জরায়ুকে জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
ষদীর্ঘদিন পিল সেবনকারীদের ডিম্বাশয় ও এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের সম্ভাবনা উল্লেখযোগ্য হারে কমে যায়। তবে কিছু ক্যান্সার যেমন জরায়ু মুখের ক্যান্সার, স্তন ক্যান্সার দীর্ঘদিন পিল ব্যবহারকারীদের মধ্যে বেশি দেখা যায় বলে মনে করা হয়। তবে এখনও এটি তথ্য-প্রমাণ দ্বারা সুনিশ্চিত নয়। 
অন্যান্য ওষুধের মতো এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং নিষেধাজ্ঞা আছে। প্রথম দিকে পিল সেবনকারীদের মাথা ঘোরা এবং বমি ভাব হতে পারে, যা দুই থেকে তিন মাসের মধ্যে ঠিক হয়ে যায়। তবে বর্তমানে স্বল্পমাত্রার পিল খেলে এসব সমস্যা অনেকেই অনুভব করেন না। 
যেসব ক্ষেত্রে পিল ব্যবহার ঝুঁকিপূর্ণ বা নিষেধাজ্ঞা রয়েছে 
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং তীব্র মাইগ্রেন 
নিজের বা ফ্যামিলিতে কারও স্তন ক্যান্সার, রক্ত জমাট বাঁধার ইতিহাস থাকলে 
পরিবারে অল্প বয়সে স্টোক বা হৃদরোগের ইতিহাস থাকলে
সম্প্রতি যকৃতের রোগ বা জন্ডিস হয়ে থাকলে
ষকম্বাইন্ড পিল ব্যবহার বুকের দুধের পরিমাণ কমিয়ে দেয় তাই বাচ্চার বয়স ছয় মাসের কম থাকলে বিকল্প পিল বা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। কাজেই আপনার ক্ষেত্রে এসব ঝুঁকিপূর্ণ অবস্থা না থেকে থাকলে নিশ্চিন্তে যতদিন ইচ্ছা পিল খেতে পারেন, যা আপনাকে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনেক জটিলতা থেকে রক্ষা করবে। 

শেয়ার করুন

পাঠকের মতামত