যে কারণে ছেলেদেরই বেশি টাক হয়
একুট বয়স হলে অনেক ছেলেদেরই মাথায় টাক পড়ে। এই টাক অনেকের সৌন্দর্যে ব্যাঘাত ঘটালেও, অনেকে আবার এই টাককেই ফ্যাশন হিসেবে মেনে নিয়েছেন। আজকাল ছেলেদের পাশাপাশি মেয়েরাও একটু হলেও এই সমস্যায় ভুগছেন।
কিন্তু জানেন কি কেন ছেলেদের বেশি টাক পড়ে?
ক্রোমোজোমের কারণেই নাকি এই সমস্যা দেখা দেয়। এর জন্য নাকি দায়ী অ্যান্ড্রোজেন এবং ওয়াই ক্রোমোজোম। অ্যান্ড্রোজেন হরমোন আসলে পুরুষের বংশগতি ও প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে মেয়েদের দেহে ওয়াই ক্রোমোজোমের অস্তিত্বই নেই। তাই টাক পড়ার আশঙ্কাও তেমন নেই।
এ কারণে ছেলেদেরকেই এই বিড়ম্বনার শিকার হতে হয় বেশি।
তবে আরো কিছু কারণে চুলের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে।
সেগুলি হল- শরীরে ভিটামিন ও এর পরিমাণ বেশি হলে, প্রোটিনের অভাবে, বংশগত কারণে, মানসিক চাপ, অ্যানিমিয়া, হাইপোথাইরইডিজম, ভিটামিন বি-এর অভাব, হঠাৎ করে ওজন কমলে, কেমোথেরাপি, বয়স হলে, চুলের ওপর অতিরিক্তমাত্রায় স্টাইল করতে গিয়ে ক্ষতিকারক রাসাযনিক ব্যবহার করলে, অথবা প্রেগন্যান্সি।
তাই শুরু থেকেই চুলের যত্ন নেওয়া উচিত।
এলএবাংলাটাইমস/এইচ/এলআরটি
News Desk
শেয়ার করুন