ওভারপাস ধসে সাবওয়ে ট্রেন বিচ্যুত: ১৫ জনের মৃত্যু, আহত ৭০
ছবি: এলএবাংলাটাইমস
ম্যাক্সিকো সিটির একটি ওভারপাস ধসে সাবওয়ে ট্রেন লাইন থেকে বিচ্যুত হয়ে ১৫ জন মারা গেছেন। এই দূর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৭০ জন।
ম্যাক্সিকোর স্থানীয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার (৩ মে) সাবওয়ে ভেঙ্গে পড়লে এই দূর্ঘটনা ঘটে।
ম্যাক্সিকোর সেক্রেটারিয়াট অব রিস্ক ম্যানেজমেন্ট এন্ড সিভিল প্রোটেকশন সূত্র জানায়, সাবওয়ে ট্রেন লাইনের উঁচু অংশে উঠার পর আউটডোর অংশ বা গোল্ডেন লাইনে ধসের সৃষ্টি হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাইন ধসে সাবওয়ে ট্রেনটি সরাসরি নিচের রাস্তায় পড়ে। রাস্তায় এ সময় গাড়ি চলছিলো। ধূলোবালিসহ ট্রেনটি ব্যস্ত সড়কে ধসে পড়ে।
ম্যাক্সিকো সিটির ইন্টেরিয়র মিনিস্টার আলফাঞ্জো সুয়ারেজ ডেল রিয়েল জানান, রাত ১০.২৫ মিনিটে এই ধসের ঘটনা ঘটে।
ম্যাক্সিকোর সিটি মেয়র ক্লাউডিয়া শেনবাউম ধসের পর ঘটনাস্থলে উপস্থিত হোন৷ টুইটার বিবৃতিতে তিনি বলেন, 'ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মী ও উদ্ধারকর্মী উপস্থিত আছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ পরবর্তীতে আমরা আরো তথ্য জানাবো'।
মেয়র জানান, ট্রেন ধসে কিছু গাড়ি নিচে আটকে যায় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ক্রেনের মাধ্যমে ইমার্জেন্সি রেসকিউ ক্রু'রা উদ্ধার কাজ চালাচ্ছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন