সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার
গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন
গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এই খবর দিয়েছে।
এর আগে শুক্রবার সকালে জাপানের প্রধান হোনশু দ্বীপের পশ্চিমের নারা জেলায় এক নির্বাচনী প্রচারে ভাষণ দেওয়ার সময় গুলি করা হয় শিনজো আবেকে। গুলির পর দ্রুত শিনজো আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার মধ্যে জীবনের লক্ষণ দেখতে পাননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারা শহরে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক প্রার্থীর সমর্থনে ভাষণ দেওয়ার সময় এক বন্দুকধারী আবেকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। ওই বন্দুকধারী নিকটবর্তী একটি ভবনে অবস্থান করছিলেন।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
News Desk
শেয়ার করুন