নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার স্থগিত
শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার স্থগিত করা হয়েছে। নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিদেশে পলায়ন এবং এরপরও চলমান বিক্ষোভের মধ্যেই বুধবার (১৩ জুলাই) চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার জাতীয় এই টেলিভিশন চ্যানেলের নাম রূপবাহিনি। কর্মকর্তারা বলছেন, বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন অফিসে প্রবেশ করায় প্রকৌশলীরা চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেন।
তবে তাৎক্ষণিকভাবে এর বেশি তথ্য এখনও পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ পালিয়ে যান বলে জানান দেশটির অভিবাসন কর্মকর্তারা।
শেয়ার করুন