ইউক্রেন যুদ্ধে পুতিনের সমীকরণ ভুল ছিল: বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
রাশিয়ার ইউক্রেন দখলের সক্ষমতা সম্পর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমীকরণ ছিল সম্পূর্ণ ভুল। মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার বিশ্বাস পুতিন একজন যুক্তিবাদী মানুষ। তবে ইউক্রেন দখলে নিজ দেশের সক্ষমতা নিয়ে তার সমীকরণ অত্যন্ত ভুল ছিল। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয়দের প্রতিরোধের মাত্রাকে তিনি অবমূল্যায়ন করেছিলেন।
বাইডেন বলেন, তিনি (পুতিন) হয়তো ভেবেছিলেন, উন্মুক্ত অস্ত্র দিয়ে তাকে স্বাগত জানানো হবে, রাশিয়ার এলাকা ভেবে কিয়েভে তাকে স্বাগত জানানো হবে। আমি মনে করি তিনি সম্পূর্ণ ভুল হিসাব কষেছেন।
আগামী মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ বা বৈঠক সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, এ ধরনের বৈঠকের কোনও উপযুক্ত কারণ আছে বলে তিনি মনে করেন না। এটা নির্ভর করবে তিনি (পুতিন) কী নিয়ে কথা বলতে চান তার ওপর। তিনি যদি কারাবন্দি মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের বিষয়ে আলোচনা করতে চান তবে সেই সুযোগ উন্মুক্ত থাকবে।
জো বাইডেন বলেন, ‘কিন্তু দেখুন, তিনি নৃশংসতা চালিয়েছেন। আমি মনে করি তিনি যুদ্ধাপরাধ সংঘটন করেছেন। তাই আমি এখন তার সঙ্গে দেখা করার কোনও যুক্তি দেখতে পাচ্ছি না।’
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন