বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র-তাইওয়ান
তাইওয়ানের সঙ্গে প্রথমবারের মতো বাণিজ্য চুক্তি সই করতে চলেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই চুক্তি সই হয়। গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটি নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা বাড়ার কারণে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারে এমন চুক্তি হচ্ছে বলে জানিয়েছে দু’পক্ষের সরকার। খবর রয়টার্সের।
তাইওয়ানের বাণিজ্য সমঝোতা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনে স্বাক্ষরিত হয় চুক্তিটি। মার্কিন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি সারাহজ বিয়াঞ্চি এই অনুষ্ঠানে যোগ দেন বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কোনো পক্ষই।
গত বছরের আগস্টে একুশ শতকের বাণিজ্য নিয়ে মার্কিন-তাইওয়ান আলোচনা শুরু হয়। মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক থেকে তাইওয়ানকে বাদ দেওয়ার পর তাইপের সঙ্গে এমন আলোচনার মাধ্যমে যুক্ত ছিল ওয়াশিংটন। গত মাসে বাণিজ্য উদ্যোগের প্রথম অংশে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়। এ অংশের মধ্যে শুল্ক, পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ছোট ব্যবসার উদ্যোগ অন্তর্ভুক্ত।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন