সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কের কাফর সৌসা জেলায় একাধিক আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২১ ফেব্রুয়ারি) একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র অঞ্চলটিতে আঘাত হানে। খবর রয়টার্সের।
হামলার শিকার অঞ্চলটিতে আবাসিক ভবন, স্কুল ও ইরানি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। এগুলোর পাশে গোয়েন্দা সংস্থার ব্যবহৃত একটি বড় ভবন রয়েছে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও ভবনটিতে ইসরায়েল হামলা চালিয়েছিল। ওই হামলায় ইরানি সামরিক বিশেষজ্ঞ নিহত হয়েছিলেন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, একটি আবাসিক ভবনে ইসরায়েল হামলা চালিয়েছে। বার্তা সংস্থাটি কোনও হতাহতের তথ্য জানায়নি। বহুতল ভবনটির একটি ছবি প্রকাশ করেছে তারা।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি বহুতল ভবনের পুড়ে যাওয়া দিকটি দেখা গেছে। নিরাপত্তা সূত্র বলেছে, আক্রমণটি তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা পরপর একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। বিস্ফোরণের শব্দে পাশের একটি স্কুলের শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে। দ্রুত সেখানে অ্যাম্বুলেন্স হাজির হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন