হামাসের নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলায় নিহত ১০
গাজায় ইসরায়েলের বিমান বাহিনী তিনটি পৃথক বিমান হামলা চালিয়েছে। মঙ্গলরাব চালানো ওই হামলায় ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে রাফাহ এবং দক্ষিণ ছিটমহলে ভারী ট্যাংক মোতায়েন করেছে তেল আবিব।
তিনটি বিমান হামলার মধ্যে গাজা শহরের দুটি স্কুলকে কেন্দ্র করে দুটি হামলা চালানো হয়েছে। এতে ১৪ জন নিহত হয়েছে। অন্য হামলাটি চালানো হয়েছে একটি শরণার্থী শিবিরে, এতে ১০ জন নিহত হয়।
শরণার্থী শিবিরে চালানো হামলায় যে ১০ জন নিহত হয়েছে তাদের মধ্যে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের সদস্য রয়েছেন। মেডিকেল কর্মীরা জানান, কাতারে অবস্থান করা ইসমাইল হানিয়ার এক বোন তার আরও কয়েকজন আত্মীয় নিহত হয়েছে।
ইসমাইল হানিয়া হামাসের কূটনৈতিক দায়িত্ব পালন করেন। তাকে বিভিন্ন দেশের সঙ্গে বৈঠকে অংশ নিতে দেখা যায়। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় হামাসের এই নেতা তিন ছেলেসহ পরিবারের অনেক সদস্যকে হারিয়েছেন।
ইসরায়েল বাহিনী জানিয়েছে, গাজায় রাতভর হামলা চালানো হয়েছে। কারণ সেখানে ইসরায়েল বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করা হয়। এছাড়া এখানে অনেক জিম্মিদের বন্দি রাখা হয়েছিল বলে ধারণা করে আইডিএফ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন