জাতীয় নারী ফুটবল দলের জন্য ফিফা প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাফুফের নারী ফুটবল কমিটি
আবারও জাতীয় নারী ফুটবল দলের জন্য ফিফা প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাফুফের নারী ফুটবল কমিটি। এবার ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তারিখ নির্ধারণ হয়েছে, ১১ এবং ১৪ জুলাই। ভুটানের মাটিতে ভুটানের বিপক্ষে খেলা দুটি হবে বলে জানানো হয়েছে। নারী দলের লেবাননে যাওয়ার কথা ছিল। সেখানে চারজাতি টুর্নামেন্টে খেলার কথা ছিল। পররাষ্ট্রমন্ত্রণালয়ের কাছ থেকে মতামত জানতে চেয়েছিল।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কিন্তু পজিটিভ কিছু না পাওয়ায় লেবানন যাওয়ার পরিকল্পনা বাদ দেওয়া হয় বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। লেবাননে যাওয়া হবে না—এমন আশংকা ছিল। তারপরও নারী ফুটবল কমিটি ধরে নিয়েছে তারা যাবেই। শেষ পর্যন্ত ভেস্তে গেল। এভাবে বেশ কয়েকবার প্রীতি ম্যাচে খেলার কথা ঘোষণা করেও খেলতে পারেনি। মাহফুজা আক্তার কিরনের কথা হচ্ছে কেউ যদি খেলতে না চায় আমরা কি করব।’
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের নারী ফুটবল দলের বিপক্ষে কোনো দলই নাকি খেলতে চায় না। কথাটা কতোটা যুক্তিসঙ্গত বুঝা কঠিন। তারপরও প্রতিবারই কিরনের মুখে শোনা যায় দল পাওয়া যাচ্ছে না। এবার ভুটানের বিপক্ষে ম্যাচ নির্ধারণ হয়েছে। ফিফা প্রীতি ম্যাচ জানিয়েছেন কিরণ। শেষ পর্যন্ত এটাও ভেস্তে যাবে কিনা তা বলা কঠিন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
								
 										
										নিউজ ডেক্স									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন