আপডেট :

        বছরে ছয়টি গুরুতর আবহাওয়াজনিত দুর্যোগে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা গভর্নর নিউসমের

        সান বার্নার্ডিনো কাউন্টিতে সন্দেহভাজন হত্যা–আত্মহত্যা: দুইজনের মরদেহ উদ্ধার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বছরের সবচেয়ে শক্তিশালী বড়দিনের ঝড়: ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও বন্যার আশঙ্কা

        পেনসিলভানিয়ার নার্সিং হোমে বিস্ফোরণ: অন্তত দুইজন নিহত, বহু আহত

        ক্যালিফোর্নিয়ায় আবাসন ও অবকাঠামো উন্নয়নে ৫২ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা গভর্নর নিউজমের

        সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার

        হলিউড পরিচালক রব রাইনার ও স্ত্রী মিশেল লস এঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার

        ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

        প্যানোরামা সিটিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১

        ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

        ক্যালিফোর্নিয়ার দাবানল: ভুক্তভোগীদের জন্য ৩৩.৯ বিলিয়ন ডলার সহায়তায় ট্রাম্পকে দ্রুত পদক্ষেপের আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টিতে বাইবেল স্টাডি নেতা গ্রেপ্তার: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ

        ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

        ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইন্ডিয়ানা রিপাবলিকানদের ভোটিং মানচিত্র বাতিল

        প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

        ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

আমাদের কোড কি বাচ্চাদের হত্যা করে? সত্য নাদেলাকে প্রশ্ন করায় কর্মীদের ঘাড়ধাক্কা!

আমাদের কোড কি বাচ্চাদের হত্যা করে? সত্য নাদেলাকে প্রশ্ন করায় কর্মীদের ঘাড়ধাক্কা!

ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিং চুক্তি নিয়ে কিছুদিন ধরেই বিতর্ক চলে আসছে। প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে নানাভাবে এর প্রতিবাদ হয়েছে। তবে এবার মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার সঙ্গে এক বৈঠক থেকে প্রতিবাদ করল কর্মীরা।

ইসরায়েলি সামরিক বাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিং সেবা দেওয়ার চুক্তির প্রতিবাদ করায় মাইক্রোসফটের প্রধান নির্বাহীর সঙ্গে এক বৈঠক থেকে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মীকে বের করে দেওয়া হয়েছে।

গাজা ও লেবাননে সাম্প্রতিক যুদ্ধের সময় বোমা হামলার লক্ষ্যবস্তু বাছাই করতে মাইক্রোসফট ও ওপেনএআইয়ের অত্যাধুনিক এআই মডেল ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী।

তদন্তে ২০২৩ সালে একটি ইসরায়েলি বিমান হামলার বিবরণও রয়েছে, যে হামলায় লেবাননের একটি পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি থাকা তিন যুবতী মেয়ে এবং তাদের দাদী নিহত হয়। এই হামলাটি মাইক্রোসফট ও ওপেনএআইয়ের অত্যাধুনিক এআই মডেল ব্যবহার করে চালানো হয়েছিল।

আপি জানিয়েছে, ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফটের কর্পোরেট অফিসের মিটিংয়ে নতুন পণ্য নিয়ে কথা বলছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা। তার ডান দিকে প্রায় ১৫ ফুট দূরে থাকা কর্মীরা টি-শার্ট পরে পাশাপাশি দাঁড়িয়ে প্রতিবাদী প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন নাদেলার দিকে। তারা বলছিলেন, 'আমাদের কোড কি বাচ্চাদের হত্যা করে, এতা কি সত্য?'

পুরো কোম্পানিজুড়ে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, প্রতিবাদের সময়ও নাদেলা কথা বলে যাচ্ছেন। এ সময় দু'জন লোক তাড়াতাড়ি প্রতিবাদকারীদের কাঁধে টোকা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছেন।

বিক্ষোভে জড়িত কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্ন করা হলে মঙ্গলবার মাইক্রোসফট কোনো জবাব দেয়নি। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি নিয়ে এপির ১৮ ফেব্রুয়ারির প্রতিবেদন নিয়েও মন্তব্য করতে অস্বীকৃতি জানায় প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট তাদের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীকে সেবা দিচ্ছে বলে কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটির মধ্যে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন একদল কর্মী। প্রতিষ্ঠানটির কিছু কর্মী ইসরায়েলের সমর্থনেও কথা বলেছেন।

এপির প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমে মাইক্রোসফট কর্মীদের মধ্যে শেয়ার ও আলোচনা করা হয়েছে। উদ্বেগ উত্থাপনের জন্য প্রতিষ্ঠানের সিনিয়র নেতৃত্বের সঙ্গে কর্মীদের তৈরি একটি কমিউনিটি ফোরামে এপির রিপোর্টের লিঙ্কও দেখানো হয়।

এপির পর্যালোচনা করা স্ক্রিনশট অনুসারে, এক ডজনেরও বেশি কর্মী প্রশ্ন করেছে, মাইক্রোসফট মানবাধিকার রক্ষার জন্য তার ঘোষিত নীতিগুলো লঙ্ঘন করছে কি না এবং এর এআই মডেলগুলো মানুষের ক্ষতি করতে ব্যবহার করতে দিচ্ছে কি না।

সম্প্রতি বিক্ষোভের কারণে বরখাস্ত হওয়া মাইক্রোসফট কর্মীদের একজন গবেষক ও ডেটা সায়েন্টিস্ট আবদো মোহাম্মদ বলেন, কোম্পানিটি তাদের মানবাধিকার প্রতিশ্রুতির চেয়ে মুনাফাকে অগ্রাধিকার দিচ্ছে।

'নো অ্যাজুর ফর অ্যাপার্টহাইড' নামে মাইক্রোসফট কর্মীদের একটি গ্রুপের সঙ্গে কাজ করা আবদো বলেন, দাবিগুলো স্পষ্ট। সত্য নাদেলা এবং মাইক্রোসফটের নির্বাহীদের ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি বাদ দিয়ে তাদের কর্মীদের কাছে জবাবদিহি করতে হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত