খনিজ সম্পদ চুক্তি সই করবেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বিরল খনিজ সম্পদ চুক্তিতে সই করবেন বলে জানা গেছে।
এক সপ্তাহ আগে ট্রাম্প জেলেনস্কিকে একজন 'স্বৈরশাসক' হিসেবে অভিহিত করেছিলেন। এমনকি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের জন্যও ইউক্রেনকে দায়ী করেছিলেন তিনি।
সাম্প্রতিক রাশিয়ার দিকে ট্রাম্পের মনোনিবেশ সত্ত্বেও বৈশ্বিক সমর্থন জোগাড় করার চেষ্টা করছে কিয়েভ। দুই সপ্তাহ আগে তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসানের বিষয়ে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন।
সাম্প্রতিক দিনগুলোতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কাইর স্টারমারের সফরের পর ট্রাম্পের সুর কিছুটা নরম হতে দেখা যায়। বৃহস্পতিবার জেলেনস্কিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, তার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আমরা খুব ভালোভাবে মিলেমিশে কাজ করব।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন