৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন
নিউ ইয়র্কে বিস্ফোরণকে ‘সন্ত্রাসবাদী’কর্মকাণ্ড দাবি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসবাদী’কর্মকাণ্ড হিসেবে দাবি করেছেন গভর্নর অ্যান্ড্রিউ কুমো। তবে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে এ হামলার যোগসূত্র পাওয়া যায়নি।
এর আগে বিস্ফোরণটিকে ‘ইচ্ছাকৃতভাবে’ ঘটানো অপরাধ বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। তদন্তকারীরা এ ঘটনার সঙ্গে ‘সন্ত্রাসের কোনো যোগসূত্র’ খুঁজে পায়নি বলে জানিয়েছিলেন তারা।
শনিবার রাতের ম্যানহাটনের চেলসি এলাকায় বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হয় ২৯ জন। এ ঘটনার পর নিউ ইয়র্কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাস-ট্রেনসহ বিভিন্ন স্টেশনে নিরাপত্তা বাহিনীর এক হাজার অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। প্রথম বোমাটি বিস্ফোরণের চারটি ব্লক পরেই দ্বিতীয় আরেকটি ডিভাইসের সন্ধান পাওয়া যায়। ওই ডিভাইসটিকে নিরাপদে অপসারণ করা সম্ভব হয়েছে।
রোববার বোমা হামলার স্থল পরিদর্শণ শেষে অ্যান্ড্রিউ কুমো বলেন, ‘আমাদের সৌভাগ্য কেউ নিহত হয়নি।’
তিনি বলেন, ‘যে বা যারাই এ বোমা পেতেছে আমরা তাদেরকে খুঁজে বের করব এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসব।’
সাংবাদিকদের কুমো বলেন, ‘নিউ ইয়র্কে বোমার বিস্ফোরণ অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড।’
তবে ইসলামিক স্টেটের মতো কোনো আর্ন্তজাতিক সন্ত্রাসবাদী সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘ নিউ ইয়র্কে আমরা এ ধরণের লোকদের এবং জীবনযাত্রা বিপর্যস্তকর এ ধরণের হুমকিকে কোনো ঠাঁই দেব না। এটা গণতন্ত্র, এটা স্বাধীনতা। আমরা তাদেরকে এগুলো কেড়ে নিতে দেব না।’
শেয়ার করুন