কানাডা থেকে বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে বহিষ্কারের নির্দেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনী অবসরপ্রাপ্ত কর্নেল নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল কোর্ট। গত সোমবার তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমানে কানাডায় অবৈধভাবে বসবাস করছেন নূর চৌধুরী। সরকার ইচ্ছা করলে যেকোনো মুহূর্তে তাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে।
ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কানাডা সরকারের সঙ্গে আলোচনা করেই নূর চৌধুরীকে দেশে আনার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। এ ব্যাপারে মন্ত্রণালয়ের ওই সূত্র জানান, কানাডায় আইনি লড়াইয়ে নূর চৌধুরী হেরে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশের অনুরোধ রেখেছে বন্ধুপ্রতীম দেশটি। এবার তাকে দেশে ফেরত আনার পালা।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন