সমুদ্রতীরবর্তী শহরে সমস্ত পাবলিক স্থানে ক্যাম্পিং নিষিদ্ধ
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টির সমুদ্রতীরবর্তী শহর হারমোসা বিচ মঙ্গলবার রাতে সর্বসম্মতভাবে পাবলিক স্থানে ক্যাম্পিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
হারমোসা বিচের মেয়র ডিন ফ্রাঁসোয়া জানিয়েছেন, গত বছর সুপ্রিম কোর্টের একটি রায় এই বিধিনিষেধ কার্যকর করতে শহর প্রশাসনকে আরও আইনি সুযোগ ও নমনীয়তা দিয়েছে।
তিনি বলেন, “নতুন আইনের ফলে হারমোসা বিচের সকল পাবলিক স্থানে ক্যাম্পিং নিষিদ্ধ করা হয়েছে এবং আইন প্রয়োগের জন্য আরও কার্যকর ব্যবস্থা রাখা হয়েছে, যাতে শহরের পরিবেশ নিরাপদ ও পরিচ্ছন্ন থাকে।”
এর আগে শুধুমাত্র সৈকত, স্ট্র্যান্ড এবং পার্কে ক্যাম্পিং নিষিদ্ধ ছিল। তবে নতুন নীতিমালার ফলে শহরের সব পাবলিক স্থানে এটি কার্যকর হবে।
এই নতুন আইনের পাশাপাশি শহর কর্তৃপক্ষ “কেয়ার ফার্স্ট” নামে একটি উদ্যোগ পরিচালনা করছে, যা গৃহহীন ব্যক্তিদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে সহায়তা করবে, যাতে তারা ফুটপাত, সৈকত বা অন্যান্য পাবলিক স্থানে রাত কাটাতে বাধ্য না হয়।
শহর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যদি কেউ আইন লঙ্ঘনের পর পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করে, তবে তার বিরুদ্ধে দেওয়া অভিযোগ খারিজ করা হতে পারে। পাশাপাশি, এক সপ্তাহের মধ্যে নির্দিষ্ট সংখ্যার বেশি জরিমানা দেওয়া হবে না।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন