ইসরায়েলে কয়েকটি ‘কাতিউশা’ রকেট ছুড়ল হিজবুল্লাহ, মার্কিনীদের লেবানন ছাড়ার নির্দেশ
ছবি: এলএবাংলাটাইমস
ইসরায়েলের ভূখণ্ডে বেশ কয়েকটি ‘কাতিউশা’ রকেট ছুড়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
হিজবুল্লাহ জানিয়েছে, গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে আসছে তারা। এর সর্বশেষ নজির গতকালের হামলা।
ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিলেল এলাকায় হামলার এসব ঘটনা ঘটেছে। এর আগে লেবাননের কেফার কেলা ও দেইর সিরিয়ানে এলাকায় হামলা চালায় ইসরায়েল। হামলায় কয়েকজন বেসামরিক মানুষ আহত হন। এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছুড়েছে হিজবুল্লাহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রকেটগুলোকে বাধা দিয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিবিসির খবর, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার জেরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘যেকোনো টিকিট পেলেই’ লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে বৈরুতের মার্কিন দূতাবাস।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে। সেই সঙ্গে অন্যদেরও দেশটিতে ভ্রমণে না যেতে সতর্ক করে দেওয়া হয়েছে। নিজেদের নাগরিকদের ইসরায়েল সফর থেকে বিরত থাকতে বলেছে কানাডা।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন