ইরানে কারামুক্ত হলেন সাবেক প্রেসিডেন্টের মেয়ে
ছবিঃ এলএবাংলাটাইমস
কারাগার থেকে দুই বছর পর মুক্তি পেয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে।
গত বুধবার ফায়েজাহ হাশেমি রাফসানজানিকে (৬১) তেহরানের এভিন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
ফায়েজাহ দেশটির সাবেক আইনপ্রণেতা ও মানবাধিকারকর্মী। তাঁকে ২০২২ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল।
ফায়েজাহর বিরুদ্ধে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় সৃষ্ট বিক্ষোভে লোকজনকে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।
এই ঘটনায় ফায়েজাহকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তাঁর আবেদনের ভিত্তিতে আপিল বিভাগের রুলে তাঁর মুক্তি মেলে।
এর আগে ২০১২ সালে ইরানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল ফায়েজাহকে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন