আপডেট :

        ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক

        মিনিয়াপোলিসে আইসিই গুলিকাণ্ড ঘিরে বিচার বিভাগে নজিরবিহীন পদত্যাগ

        ক্যালিফোর্নিয়ার নতুন কংগ্রেসনাল মানচিত্র বহাল রাখল ফেডারেল আদালত, ডেমোক্র্যাটদের বড় জয়

        ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি খাতে ২ বিলিয়ন ডলার অনুদান বাতিল

        ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

        ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

        ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট

        ভেনেজুয়েলায় আটক কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র

        ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        লস এঞ্জেলেসে সপ্তাহান্তে ICE তল্লাশিতে অন্তত এক ডজন মানুষ গ্রেফতার

        ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির একাধিক সৈকতে সমুদ্রজলে সতর্কতা

        ক্যালিফোর্নিয়ায় কাজের জায়গায় ল্যান্ডস্কেপার দম্পতিকে নির্মমভাবে মারধর, সরঞ্জাম লুট

        অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

        হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

        ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে—জটিল সিদ্ধান্তের মুখে যুক্তরাষ্ট্র

        আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

        এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

        ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

        ইরানে বিক্ষোভে শতাধিক নিহত, ‘খুব শক্ত’ সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        মিনিয়াপোলিসে আইসিইবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, বহুজন গ্রেপ্তার

নিউইয়র্কে প্রবাসীদের ভালবাসায় সিক্ত সুবীর নন্দী

নিউইয়র্কে প্রবাসীদের ভালবাসায় সিক্ত সুবীর নন্দী

নিউইয়র্কে শ্রদ্ধা-ভালবাসায় আবারো সংবর্ধিত হলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। গত ২৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় সিটির উডসাইডের কুইন্স প্যালেসে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পন্ডিত কিষান মহারাজ তাল-তরঙ্গ ইনস্টিটিউট, নিউইয়র্ক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের তপন মোদক। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শাহ নেওয়াজ, বিশিষ্ট রিয়েল এস্টেস ইনভেস্টর ও সমাজসেবী মো: আনোয়ার হোসেন, চ্যানেল আই-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সুবীর নন্দীকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পন্ডিত কিষান মহারাজ তাল-তরঙ্গ ইনস্টিটিউট, নিউইয়র্কের শিক্ষার্থীরা সমবেতভাবে তবলা বাজিয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। এরপর উপমহাদেশের প্রখ্যাত সেতার বাদক ওস্তাদ খুরশিদ খাঁর দুই সন্তান মুরশিদ খাঁ ও মোশাররফ খাঁ যুগলবন্দী সেতার বাজিয়ে শোনান। অনুষ্ঠানে পিতা-পুত্র যথাক্রমে তপন মোদক ও সজীব মোদক’র তবলা আর দুই ভাই মুরশিদ খাঁ ও মোশাররফ খাঁ’র সেতার পরিবেশনও দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

কিংবদন্তী শিল্পী সুবীর নন্দী’র গান শুরুর আগে একটি গান পরিবেশন করেন প্রবাসের অন্যতম জনপ্রিয় শিল্পী তানভীর শাহীন।

অনুষ্ঠানে সুবীর নন্দী তার বক্তব্যে নিজেকে একজন ‘ক্ষুদ্র শিল্পী’ হিসেবে উল্লেখ করে বলেন, আমি সংবর্ধনা পাওয়ার মতো শিল্প নই। গুরুদের কাছ থেকে যেমন গান শিখেছি, এখন নতুন প্রজন্মের আনেকের কাছ থেকেও গান শিখছি। আমরা গুরুদের কাছ থেকে বকা-ঝকা খেয়ে গান শিখেছি। আর গান জনপ্রিয় করতে শিল্পীদের মতো যন্ত্রীদের অবদানও কম নয়। তিনি ওস্তাদ খুরশীদ খা-কে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, তার যোগ্য দুই পুত্রও যোগ্য হয়ে উঠেছেন। তিনি তবলা বাদক তপন মোদক ও সজীব মোদকের প্রশংসা করে বলেন, তাদের তবলায় বাংলাদেশের শতকোটি মানুষের কন্ঠ ঝড় তুলেছে। তপন মোদকের বড় গুণ সে শিল্পীদের সম্মানন দিতে জানে।

শিল্পী সুবীর নন্দী ‘পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো’ জনপ্রিয় গান দিয়ে তার সংবর্ধনা অনুষ্ঠানের গান শুরু করেন। এ সময় উপস্থিত দর্শক-শ্রোতা তাকে দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিনন্দিত করেন। পরবর্তীতে উপস্থিত শ্রোতাদের অনুরোধে সুবীর নন্দী একে একে গেয়ে যান ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘কারে দেখাবো মনের দুঃখ গো’, ‘দিন যায় কথা থাকে’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না’ জনপ্রিয় গানগুলো।

অনুষ্ঠানের মাঝে সুবীর নন্দী মঞ্চে ডেকে নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক শিল্পী শহীদ হাসান-কে। তার অনুরোধে শহীদ হাসান একটি গান পরিবেশন করেন। এছাড়া তিনি তার সঙ্গীত জীবনের সাথী নিউইয়র্ক প্রবাসী নাদিম আহমেদ ও নিউজার্সী প্রবাসী নাইস-কে মঞ্চে ডেকে নেন এবং তাদের যন্ত্রী বাজান।

সুবীর নন্দীর গানে যন্ত্রসঙ্গীতে ছিলেন তপন মোদক, পার্থ গুপ্ত, নাদিম আহমেদ, রিচার্ড, সজীব মোদক ও তানভীর শাহীন। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোপন সাহা।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত