বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাসের ভয়াবহতা বুঝতে পারছেন না!
ছবিঃ এলএ বাংলা টাইমস
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন না বলে গণমাধ্যমে মন্তব্য করেছেন টাস্ক ফোর্সের মিটিং এ উপস্থিত এক সদস্য।
মঙ্গলবার (৪ আগস্ট) টাস্ক ফোর্সের সাথে ওভাল অফিসে এক বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে শেষে নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত এক সদস্য গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
টাস্ক ফোর্সের হেলথ এক্সপার্টদের সাথে এপ্রিলের পর এটিই প্রথম 'ইন-ডেপথ' বৈঠক ছিলো ট্রাম্পের। ওই বৈঠকের একটি ছবি সম্প্রতি টুইট করেছেন প্রেসিডেন্ট। হেলথ এক্সপার্টদের অনেককেই মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যায় সেই ছবিতে।
বৈঠকে উপস্থিত সদস্য গণমাধ্যমকে জানায়, টাস্ক ফোর্স চেষ্টা করেছে করোনাভাইরাস এর ভয়াবহতা সম্পর্কে ট্রাম্পকে বোঝাতে, কিন্তু ট্রাম্প কিছুতেই সেটি বুঝতে চাইছিলো না। সে বারবার ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলতে চেষ্টা করে যাচ্ছিলো।
তবে কমিউনিকেশন ডিরেক্টর এলিসা ফারাহ জানান, প্রেসিডেন্ট করোনাভাইরাস ও এই বিষয়ে করণীয় কি, সেটি সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন। তিনি আমাদের দেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, অচিরেই মহামারিকে হারাতে আমরা সক্ষম হবো।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন