সেন্ট্রাল ভ্যালিসহ কয়েকটা শহরে বাড়ছে করোনার প্রকোপ
ছবিঃ এলএ বাংলা টাইমস
মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। এরমধ্যে নতুন করে আরো দুঃসবাদ দিলো হোয়াইট হাউস টাস্ক ফোর্স কমিটি। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালিসহ অন্যান্য কয়েকটি শহরে করোনাভাইরাসের প্রকোপ নতুন করে বাড়ছে বলে জানালেন টাস্ক ফোর্সের কোর্ডিনেটর ড. ডেবোরাহ বিক্স।
বুধবার (৫ আগস্ট) দেশটির স্টেট এবং লোকাল কর্তৃপক্ষের সাথে ব্যক্তিগত ফোনালাপে এই বিষয়টি উল্লেখ করেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
তিনি বলেন, শিকাগো, বোস্টন, ডেট্রয়েট ও ওয়াশিংটন ডিসিতে আক্রান্তের হার কিছুটা কমেছে। তবে বাল্টিমোর সিটি, কানাস সিটি, পোর্টল্যান্ড, ওমাহাসহ ক্যালিফোর্নিয়ার কিছু রাজ্যে সংক্রমণের হার বাড়ছে।
তিনি আরো জানান, ক্যান্টাকি, ওয়িহো, ভার্জিনিয়ায় করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এরা রেড জোন থেকে ১০% কমে বর্তমানে ইয়েলো জোনে অবস্থান করছে৷
তবে, ক্যালিফোর্নিয়া ও নেবরাশকার কিছু শহর নতুন করে রেড জোনের অন্তভূর্ক্ত হয়েছে। এসব শহরের ফলাফলে মোট টেস্টের ১০ শতাংশ করোনাভাইরাস পজেটিভ আসছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশলান ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ড. এন্থোনি ফাউসি এ বিষয়ে বলেন, ড. ডেবোরাহ বিক্স এর সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে দেখা দরকার। এখন আমাদের উচিত সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন