শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
করোনা সংকটে সপ্তাহ-প্রতি ৪০০ ডলার বেকারভাতার নির্দেশ ট্রাম্পের
ছবিঃ এলএ বাংলা টাইমস
যেসব মার্কিনিরা অর্থনৈতিকভাবে করুণ দশায় রয়েছেন তাদের জন্য একটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাসের এই সংকটে কর্মহীনদের সাহায্য করতে প্রতি সপ্তাহে ৪০০ ডলার করে বেকারভাতা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার ট্রাম্প এই নির্বাহী আদেশে সেই করেন। যদি পূর্বে দেওয়া বেকারভাতার চেয়ে এবারের বরাদ্দ জনপ্রতি ২০০ ডলার কম। জুলাই মাসে শেষ হয়ে যায় ৬০০ ডলার করে ভাতা দেওয়ার সেই সুবিধা। এছাড়া স্টুডেন্ট লোন রিলিফ ও ভাড়াটিয়া-বাড়িওয়ালাদেরও সুবিধা বিবেচনা করা হয়েছে এতে।
বেডমিনিস্টার ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব থেকে প্রেসিডেন্ট তার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ সময় তিনি ডেমোক্রেটদের সমালোচনা করে অচলাবস্থা তৈরির জন্য। তিনি একাই সমস্যার সমাধান করবেন বলে মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, আমি আমার নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চাকরি বাজার ও মার্কিনিদের রক্ষা করব।
সপ্তাহ-প্রতি এই চার শ ডলার অনুমোদনের ফলে বেকার মিলিয়ন মিলিয়ন মার্কিনিদের মধ্যে শতকরা ২৫ শতাংশ ভাতা পাবেন। খুব দ্রুতই তাদের হাতে অর্থ পৌঁছে দেওয়ার শুরু হবে বলে জানান ট্রাম্প।
এলএবাংলাটাইমস/এনএইচ
শেয়ার করুন