শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
মিনেসোটায় বিদ্যুৎ বিভ্রাটের কবলে লাখো বাসিন্দা
ছবিঃ এলএ বাংলা টাইমস
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিনেসোটায় বজ্রপাতসহ ঝড়ে বিদ্যুৎ সংযোগ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শুক্রবার (১৪ আগস্ট) রাতে রাজ্যটির টুইন সিটির মেট্রো এরিয়ার প্রায় ১ লাখ ২৫ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে বলে জানিয়েছে এক্সেল এনার্জি কর্তৃপক্ষ।
এক্সেল এনার্জি জানায়, শুক্রবার রাতের ঝড় ও বিভিন্নস্থানে বজ্রপাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাছাড়া গাছপালা উপড়ে গেছে। ফলে টুইন সিটির ১ লাখ ২৫ হাজার বাসিন্দাকে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে থাকতে হয়েছে৷ এখনো প্রায় ২৫ হাজার বাসিন্দা বিদ্যুৎ সংযোগ পায়নি।
শুক্রবার সকালে রাজ্যটি টর্নেডোর কবলে পরে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এক্সেল কর্তৃপক্ষ বাসিন্দাদের বিদ্যুৎ সংযোগের লাইন থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে। যেকোনো ইমার্জেন্সিতে ১-৮০০-৮৯৫-১৯৯৯ নাম্বারে রিপোর্ট করতে বলা হয়েছে৷
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন