মহামারীতেও চাঙ্গা যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার, সূচকে রেকর্ড
এলএ বাংলা টাইমস
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর এই প্রথম শেয়ার বাজারের সূচকে সবচেয়ে উর্ধ্বগতি এসেছে।
মহামারীর কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক নেচিবাচক প্রভাব পড়ায় শেয়ার বাজারের সূচকেও তার প্রভাব পড়ে। তবে মঙ্গলবার এস অ্যান্ড পি ৫০০ এর সূচক ছিল ৩,৩৮৯.৭৮ যা ১৯ ফেব্রুয়ারীর রেকর্ডের চেয়েও তিন পয়েন্ট বেশি।
নাসডাক শেয়ার বাজারের সূচকেও ছিল উর্ধ্বগতি। জুনে এর সর্বোচ্চ লেনদেনের পর আজ আবার রেকর্ড করলো।
বিনিয়োগ বিশেষজ্ঞ উইলিয়াম ডেলউইচ বলেন, মহামারী শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে বাজার ৩৩ শতাংশ সংকুচিত হয়ে পড়ে। তাই এভাবে আবার বাজারের ঘুরে দাঁড়ানোটা সত্যই আশ্চর্যজনক।
ইট্রেড ফাইনান্সিয়ালের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “এ ধরণের উর্ধ্বগতির রেকর্ড মানসিক দিক থেকে হয়তো মজাদার তবে এই ধারা অবশ্যই দীর্ঘস্থায়ী হতে হবে।”
বিশেষজ্ঞরা বলছেন, ফেডারেল রিজার্ভের প্রণোদনা ও এর সাথে আত্মবিশ্বাসী বিনিয়োগকারীরা যেভাবে বিরূপ পরিস্থিতির মধ্যেও আয় বাড়ানোর চেষ্টা করেছেন তার ফলেই সূচকে এই ইতিবাচক ফলাফল এসেছে।
এলএ বাংলা টাইমস/এমকে
শেয়ার করুন