বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
বাইডেনের প্রার্থিতা নিশ্চিত, লড়বেন ট্রাম্পের বিরুদ্ধে
ছবিঃ এলএ বাংলা টাইমস
সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেনশনে প্রয়োজনীয় ১৯৯১টি ভোট পেয়ে যান জো বাইডেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জিমি কার্টার বাইডেনকে সমর্থন দিয়েছেন। ক্লিনটন প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দা করেছেন। তিনি বলেছেন, ওভাল অফিসে বিশৃঙ্খলা তৈরি করেছেন ট্রাম্প।
বাইডেন তার রাজ্য ডেলওয়ার থেকে পূর্ণাঙ্গ সমর্থন পেয়েছেন। রাজ্যে ৩২টি ভোটের সবকটি বাগিয়ে নিয়েছেন এই ঝানু রাজনীতিবিদ।
জো বাইডেন অন্যান্যদের চেয়ে দলের মধ্যে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছেন। তিনি এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার রানিংমেট হিসেবে দায়িত্বপালন করেন।
এবার বাইডেনের রানিংমেট নির্বাচিত হয়েছেন কামালা হ্যারিস। কামালা প্রেসিডেন্ট ট্রাম্পকে অযোগ্য হিসেবে বিবেচিত করেছেন। তিনি অভিযোগ জানান, ট্রাম্প মার্কিনিদের বিভক্ত করেছে।
এলএবাংলাটাইমস/এনএইচ
শেয়ার করুন