অ্যাপল এখন দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি!
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে ওয়ার্ল্ড স্ট্রিটে দুই ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছে অ্যাপল।
বুধবার (১৯ আগস্ট) দ্যা ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানায়, অ্যাপল কোম্পানির শেয়ার বর্তমানে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷
এক ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হওয়ার মাত্র দুই বছরের মধ্যেই দুই ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের গণ্ডি পেরিয়েছে অ্যাপল। মহামারি করোনাভাইরাসের কারণে চীনের ফ্যাক্টরি বন্ধ থাকার ধাক্কা কাটিয়ে উঠে ধারণার আগেই এই মাইলফলক স্পর্শ করেছে অ্যাপল।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মহামারির কারণে ঘরে বন্দি থেকে বাসিন্দারা আরো প্রযুক্তির দিকে ঝুঁকেছে৷ ফলে অ্যাপল প্রচুর পণ্য বিক্রি করতে পেরেছে৷
দ্যা ওয়ার্ল্ড স্ট্রিট জানিয়েছে, জুনের শুরু থেকে প্রতি সপ্তাহে কোম্পানির শেয়ার গড়ে ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। আর জুলাই মাসে সংস্থাটি রেকর্ড পরিমাণ পণ্য বিক্রয় করেছে এবং মোট ৫৯ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় করেছে, যেটি আগের বছরের চেয়ে ১১ শতাংশ বেশি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন