তীব্র হচ্ছে সান ফ্র্যান্সিসকোর দাবানল
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার সান ফ্র্যান্সিসকোর দাবানল আরো তীব্র হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দাবানলের কারণে প্রায় এক হাজার ঘরবাড়ি হুমকির মুখে পরেছে৷ ফলে সরিয়ে নেওয়া হচ্ছে সেখানের বাসিন্দাদের।
দাবানলে ইতোমধ্যে ব্রুশল্যান্ড, ক্যানিয়র কান্ট্রি ও সান ফ্রান্সিসকোর হাজার হাজার জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো বাতাসের কারণে দাবানল নেভাদা ও ওয়াইন কান্টিতেও ছড়িয়ে যাওয়ার আশংকা করছে ফায়ার ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ।
এর আগে গভর্নর গেভিন নিউসাম জানিয়েছিলেন, ক্যালিফোর্নিয়ায় গত ৭২ ঘন্টায় প্রায় ১১ হাজার বজ্রপাতের ঘটনা ঘটেছে।
ফায়ার ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ো বাতাস ও বজ্রপাতের কারণে দাবানল নিয়ন্ত্রনে আনা কঠিন হয়ে গেছে। তাছাড়া দাবানল নিয়ন্ত্রনে কাজ করা একটি হেলিকপ্টার ধংস হয়ে পাইলটের মৃত্যু হয়েছে৷
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন