ট্রাম্প মিথ্যাবাদী ও নীতিহীন', বললেন ট্রাম্পের বড় বোন
ছবি: এলএবাংলাটাইমস
মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প মিথ্যাবাদী ও নীতিহীন বলে মন্তব্য করেছেন ট্রাম্পের বড় বোন মেরিঅ্যান ব্যারি। সাবেক ফেডারেল বিচারক ব্যারি ট্রাম্প সম্পর্কে বলেন, 'তার ভাই এমন মিথ্যাবাদী যার কোনো নীতিই নেই’।
২০১৮ ও ২০১৯ সালে ভাতিজি মেরি ট্রাম্পের সাথে আলাপচারিতায় এইসব মন্তব্য করেছিলেন ব্যারি। আর সেসব কথোপকথন গোপনে রেকর্ড করেছিলেন মেরি। সম্প্রতি ১৫ ঘণ্টার ওই রেকর্ডিংয়ের অংশবিশেষ গণমাধ্যমে সরবরাহ করেন মেরি।
শনিবার (২২ আগস্ট) রাতে বার্তাসংস্থা ওয়াশিংটন পোস্ট অনলাইনে এসব রেকর্ডগুলো প্রকাশ করে। প্রকাশিত এসব রেকর্ডে ব্যারিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের কঠোর সমালোচনা করতে শোনা গেছে।
মেরিঅ্যান ব্যারি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলেন, 'তার টুইট আর মিথ্যা বলা, ওহ ঈশ্বর। আমি খোলামেলা ভাবেই বলছি। কিন্তু তো তুমি জানোই। যেভাবে গল্প বদলায়। কোনো প্রস্তুতি থাকে না। মিথ্যা বলে'।
ভাতিজির সঙ্গে আলাপচারিতায় ব্যারি কলেজে ভর্তি হওয়া নিয়ে ট্রাম্পের ‘জালিয়াতি’ প্রসঙ্গেও মন্তব্য করেন। স্ট্যান্ডার্ডাইজড কলেজ অ্যাডমিশন টেস্ট বা স্যাট পরীক্ষায় ট্রাম্পের হয়ে অন্য কেউ অংশ নিয়েছিল, এমন ধারণার কথা বলেন ব্যারি।
ব্যারি বলেন, 'সে এক বছর ফোর্ডহ্যামে ছিল, তারপরই সে পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে যায়, কেনোনা কেউ তার হয়ে পরীক্ষাগুলো দিয়েছিলো। এটাই আমি বিশ্বাস করি'।
ট্রাম্পের ভাতিজি মেরি সম্প্রতি চাচাকে নিয়ে ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’ নামের একটি বই লিখেছেন। তবে ওই বইতে ট্রাম্পকে নিয়ে ব্যারির মন্তব্যগুলো উল্লেখ নেই।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন