২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে মার্কো ও লরা
ছবি: এলএবাংলাটাইমস
মার্কো ও লরা নামের দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় একসঙ্গে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের গালফ কোস্ট অঞ্চলে। মার্কো হলো ক্যাটাগরি ওয়ান হারিকেন আর লরা হলো ট্রপিক্যাল স্টর্ম।
সোমবার (২৪ আগস্ট) ন্যাশনাল হারিকেন সেন্টার থেকে জানানো হয়, দুইটি ঝড়ই একসাথে এগিয়ে আসছে লুইসিয়ানা কোস্টের দিকে। এরমধ্যে সোমবার সন্ধ্যায় লুইসিয়ানা কোস্টে আছড়ে পড়বে মার্কো। আর তার ৪৮ ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে লরা।
ইতোমধ্যে দক্ষিনপূর্ব কিউবার এক হাজার মাইল জুড়ে ও পুয়ের্তো রিকোতে আঘাত করেছে লরা৷ অপরদিকে মার্কোর অবস্থান মিসিসিপি রিভারের দক্ষিণপূর্বে।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এই ঝড় দুইটির তাণ্ডব লুইসিয়ানা থেকে টেক্সাস পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন