যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আহত এক 'কৃষ্ণাঙ্গ' ব্যক্তি
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক 'কৃষ্ণাঙ্গ' ব্যক্তির উপর একাধিকবার গুলিবর্ষণ করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে জ্যাকব ব্ল্যাকি (২৯) নামের ওই ব্যক্তি।
রবিবার (২৩ আগস্ট) উইসকনসিনের কেনোশায় ঘটনা ঘটে। এই সময় পুরো ঘটনাটির ভিডিও করেন এক পথচারী,পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে পড়লে বিক্ষোভে শুরু হয় রাজ্যটিতে।
পুলিশকে উদ্দেশ্য করে ইট ও মোলাটভ ককটেল ছুঁড়ে বিক্ষোভকারীরা। তাই সোমবার (২৪ আগস্ট) জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে রাজ্য কর্তৃপক্ষ।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি হেঁটে গাড়িতে উঠার সময় একজন পুলিশ তাকে পিছন থেকে গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জ্যাকবকে হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবর্ষণের সঙ্গে সম্পৃক্ত পুলিশ অফিসারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উইসকনসিন পুলিশ কর্তৃপক্ষ।
উইসকনসিনের ডেমোক্রেটিক গভর্নর টনি এভারস বলেন, আজকে জ্যাকব ব্ল্যাকি নামের এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের পুলিশ ডিপার্টমেন্টের আক্রমণের শিকার হয়েছে। এটিই প্রথম নয়, ইউএস পুলিশ বরাবরই কৃষ্ণাঙ্গদের উপর অবিচার করছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন