দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন হংকং এর এক বাসিন্দা!
ছবি: এলএবাংলাটাইমস
বিশ্বে এই প্রথম একই ব্যক্তি দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইউনিভার্সিটি অব হংকং সোমবার (২৪ আগস্ট) ক্লিনিক্যাল ইনফেকশন ডিজিজ জার্নালে এই তথ্য প্রকাশ করে।
জার্নালে প্রকাশিত গবেষণার তথ্য অনুসারে, হংকং এর ৩৩ বছর বয়সী এক বাসিন্দা দ্বিতীয়বারের মতো করোনা পজেটিভ হয়েছেন। প্রথমবার আক্রান্ত হওয়ার ১৪২ দিন পর আবারো ওই ব্যক্তির করোনাভাইরাস পজেটিভ আসে৷
প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম দফা করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেলেও দ্বিতীয়বার কোনো রকম লক্ষণ দেওয়া যায়নি।
জার্নালে প্রকাশিত তথ্যমতে, গত ১৫ আগস্ট স্পেন থেকে যুক্তরাজ্য হয়ে হংকং এয়ারপোর্টে আসার পর ওই ব্যক্তির করোনাভাইরাসের টেস্ট করানো হয়। টেস্টের রেজাল্টে ওই ব্যক্তির করোনা পজেটিভ আসে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন