বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্য বেকার ভাতার অনুমোদন পেল
এলএ বাংলা টাইমস
যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে সপ্তাহ প্রতি ৩শ’ ডলার ভাতা অনুমোদন পেয়েছে।
অঙ্গরাজ্যগুলো গত কয়েক সপ্তাহ ধরেই বেকার ভাতার জন্য ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিতে (এফইএমএ) আবেদন করছে। এখন পর্যন্ত ২৬টি অঙ্গরাজ্য ভাতার তহবিলের অনুমোদন পেয়েছে। এদের মধ্যে শুধুমাত্র অ্যারিজোনা বেকারদের হাতে ভাতা প্রদান শুরু করেছে।
অন্যান্য অঙ্গরাজ্য এখনো ভাতা প্রদান শুরু করতে পারেনি। তবে অনুমোদনপ্রাপ্ত অঙ্গরাজ্যগুলো আগামী এক/দুই সপ্তাহের মধ্যেই ভাতা হস্তানতর শুরু করতে পারবে বলে জানা গেছে। অঙ্গরাজ্যগুলো হলো: অ্যালাবামা, আলাস্কা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, জর্জিয়া, ইডাহো, ইন্ডিয়ানা, আইওয়া, কেনটাকি, লুইসিয়ানা, মন্টানা, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, ওকলাহামা, রোড আইল্যান্ড, টেনেসসি, টেক্সাস, ইউটাহ ও ভেরমন্ট।
কত সংখ্যক কর্মীরা এই ভাতা পাবে তা মূলত নির্ভর করছে কোথায় তারা বসবাস করছে। কেনটাকি ও মন্টানা ফেডারেল তহবিলের ৩শ’ ডলার ছাড়াও ১শ’ ডলার করে অর্থ দেবে।
অন্যান্য অঙ্গরাজ্যগুলোও শীঘ্রই অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে একমাত্র সাউথ ডাকোটা এই ভাতার জন্য আবেদন করেনি।
এলএ বাংলা টাইমস/এমকে
শেয়ার করুন