বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু
আজ শুরু হচ্ছে রিপাবলিকান দলের কনভেশন
এলএ বাংলা টাইমস
যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে আজ শুরু হচ্ছে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন। নর্থ ক্যারোলাইনার শার্লট মূল সম্মেলনের কেন্দ্র হলেও বেশিরভাগ রিপাবলিকান প্রতিনিধি ভার্চুয়ালী অংশ নিচ্ছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিনই সম্মেলনে অংশ নিচ্ছেন। তবে ইতিমধ্যেই রিপাবলিকান দলের অনেক প্রতিনিধি বিভিন্ন রাজ্য থেকে শার্লটে এসেছেন। ২৭শে আগষ্ট হোয়াইট হাউজ থেকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করে ভাষণ দেবেন। ঐদিন হোয়াইট হাউসে আমন্ত্রিত হয়েছেন দলের ৩৩৬ জন প্রতিনিধি। সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক থেকে শুরু করে তাঁর পরিবারের সদস্যরা বক্তব্য রাখবেন।
জুন মাসের শেষ দিকে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে অংশ গ্রহণকারীদের প্রতিবাদকারী সেন্ট লুইস ম্যানসনের মার্ক ও প্যাট্রিশিয়া ম্যাকক্লোস্কি, নিকোলাস স্যান্ডম্যান- যিনি তার ভিডিও প্রকাশের কারণে গনমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি এবং নেটিভ আমেরিকান কর্মী নাদান ফিলিপস এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবি রুডি জুলিয়ানীসহ শীর্ষ রিপাবলিকান নেতারা বক্তব্য রাখছেন সম্মেলনে।
এবারের রিপাবলিকান সম্মেলনের থিম ‘আমেরিকান বীরদের সম্মান জানানো’।
সোমবার উদ্বোধনী দিনে কথা বলছেন হাউজ রিপাবলিকান হুইপ স্টিভ স্ক্যালিস, ম্যাট গেটজ, জিম জর্ডান, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হেইলি, রিপাবলিকান ন্যাশনাল কমিটি চেয়ার রনা ম্যাকড্যানিয়েল, জর্জিয়া রাজ্য প্রতিনিধি ভার্নন জোনস, এমি জনসন ফোর্ড, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও তার মেয়ে বন্ধু কিম্বারলি গুইলফয়েল, ট্রাম্প প্রচারণা দলের উপদেষ্টা কমিটির সদস্য নাটালি হার্প, টার্নিং পয়েন্ট ইউএসএ প্রতিষ্ঠাতা চার্লি কার্ক প্রমুখ।
গত সপ্তাহে ডেমোক্রেট দলীয় সম্মেলনে তারা অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প করোনা মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনকে আরো ব্যাপক করে তুলছেন। নির্বাচনী জরিপে এখনো ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে।
তবে রিপাবলিকানদের মধ্যে ট্রাম্প জনপ্রিয়। আমেরিকানদের ৪২ শতাংশ তাকে সমর্থন করছেন যা এক বছর আগের চেয়ে এক পয়েন্ট বেশী।
সম্মেলনের শেষদিন ২৭শে আগষ্ট প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়োন গ্রহণ করে ভাষণ দেবেন। এদিন তিনি তুলে ধরবেন তার বিস্তারিত কর্মসূচী। প্রেসিডেন্টের ভাষণের আগে রিপাবলিকান দলের শীর্ষ কয়েকজন নেতা ও ট্রাম্প পরিবারের সদস্যরা বক্তব্য রাখবেন।
এলএ বাংলা টাইমস/এমকে
শেয়ার করুন