বিক্ষোভে উত্তাল উইসকনসিন, নিহত দুই
এলএ বাংলা টাইমস
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশা শহরে এক কৃষ্ণাঙ্গ যুবককে পুলিশের গুলি করার ঘটনায় টানা তৃত্বীয় দিনের মতো বিক্ষোভ চলছে। এরই মধ্যে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন একজন।
পুলিশ জানায়, তিন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত সে সম্পর্কে জানানো হয়নি।
কেনোশা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে শহরে গুলির ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। গুলিতে দুজনের মৃত্যু হয়েছে এবং গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
একটি গ্যাস স্টেশনে নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হলে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
শহরে কারফিউ জারি থাকলেও বিক্ষোভকারীরা তা অমান্য করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
বিভিন্ন ভিডিওতে দেখা যায় গুলির আওয়াজ শুনে বিক্ষোভকারীরা দৌড়াচ্ছেন এবং আহত ব্যক্তিরা মাটিতে শুয়ে আছেন।
মঙ্গলবার উইসকনসিনের গভর্নর টনি এভার্স জানান, তিনি কেনোশায় আরও বেশি সংখ্যক ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন।
তবে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডৌস জানান, গভর্নর এভার্স ফেডারেল সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
এর আগে ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন। ওই সময় দেশজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন জায়গায়।
এর মধ্যেই রোববার সন্ধ্যায় উইসকনসিনের কেনোশায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসে।
এলএ বাংলা টাইমস/এমকে
শেয়ার করুন