উইসকনসিনে দুই বিক্ষোভকারীকে হত্যা, জড়িত কিশোর আটক
ছবি: এলএবাংলাটাইমস
উইসকনসিনের কেনোশায় দুই বিক্ষোভকারীকে গুলি করে হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। তাকে কেনোশা থেকে বিশ কিলোমিটার দূরে এন্টিওচ থেকে আটক করা হয়।
এন্টিওচ পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, আটক কিশোরের নাম কেইলি রিটেনহাউস। তার বয়স সতেরো বছর, সে ইলিনয় এর বাসিন্দা।
এন্টিওচ পুলিশ জানায়, বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করে দুইজনকে হত্যার দায়ে কেইলি রিটেনহাউসের বিরুদ্ধে খুনের অভিযোগ দাখিল করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও শুনানি শেষে তাকে উইসকনসিন পুলিশ ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, কেনোশা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে বিক্ষোভকারীদের উপর গুলির ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুলিতে দুজনের মৃত্যু হয়েছে এবং গুলিবিদ্ধ অপর একজনকে হাসপাতালে নেওয়া হয়।
প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় উইসকনসিনের কেনোশায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন