যুক্ত্ররাষ্ট্রের নির্বাচনে কোনো ভূমিকা পালন করবে না সামরিক বাহিনী
এলএ বাংলা টাইমস
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে জ্যেষ্ঠ জেনারেল ও জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মেলি দেশটির কংগ্রেসের সদস্যদের জানিয়েছেন, সামরিক বাহিনী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো ভূমিকা পালনব করবে না। নির্বাচন যদি বিতর্কিতও হয়, তা নিরসনে সামরিক বাহিনী কোনো সহযোগিতা করবে বলেও জানান তিনি।
হাউস আর্মড সার্ভিসের কমিটির দু’জন সদস্যের প্রশ্নের জবাবে মেলি শুক্রবার এক চিঠিতে বলেন, “যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইন নির্বাচন পরিচালনার পদ্ধতি তৈরি করেছে, এবং নির্বাচনের বিবাদ নিরসনে আমি সেনাবাহিনীর কোনো ভূমিকা আছে বলে মনে করি না।”
তিনি আরও বলেন, “নির্বাচনের ফলে কোনো বিতর্ক তৈরি হলে তা নিরসনে যুক্তরাষ্ট্রের আদালত রয়েছে এবং কংগ্রেস রয়েছে, সামরিক বাহিনী না।”
“একটি অরাজনৈতিক সামরিক বাহিনীতে আমি গভীরভাবে বিশ্বাস করি”, যোগ করেন মিলে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিতর্কিত নির্বাচনের উদাহরণ থাকলে তা সবসময় বেসামরিক কর্তৃপক্ষের দ্বারাই নিরসন হয়েছে। ১৮৭৬ ও ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচন বিতর্কিত হয়েছিল, তবে তা নিরসনে কোনো সামরিক হস্তক্ষেপ ঘটেনি।
এলএ বাংলা টাইমস/এমকে
শেয়ার করুন