ব্ল্যাক প্যান্থার' খ্যাত চ্যাডউইক বোজম্যান মারা গেছেন
ছবি: এলএবাংলাটাইমস
ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেলেন হলিউডের সুপারহিরো মুভি ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত অভিনেতা চ্যাডউইক বোজম্যান। গত চার বছর ধরে কোলন ক্যানসারের সাথে লড়াই করে মাত্র ৪৩ বছর বয়সেই পৃথিবী ত্যাগ করলেন তিনি।
চ্যাডউইক বোজম্যানের সহকারি নিকি ফিওরাভান্তে মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, শুক্রবার (২৮ আগস্ট) লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সুপার হিরো। শেষ মুহূর্তে তার পাশে ছিলেন তার স্ত্রী টেলর সিমন লেডওয়ার্ডসহ পরিবারের সদস্যরা।
শনিবার (২৯ আগস্ট) সকালে চ্যাডউইকের টুইটার থেকেও তার মৃত্যুর সংবাদটি জানানো হয়। পরিবারের পক্ষ থেকে লেখা টুইটে বলা হয়, অত্যন্ত বেদনার সঙ্গে জানাতে হচ্ছে যে চ্যাডউইক আর নেই। ২০১৬ সালে তার স্টেজ ৩ কোলোন ক্যানসার ধরা পড়ে। পরে সেটি স্টেজ ৪ এ চলে যায়, যার সঙ্গে তিনি গত ৪ বছর ধরে লড়াই করেছেন। সত্যিকারের যোদ্ধা এই পরিস্থিতির মধ্যেও তার গুণমুগ্ধ ভক্তদের জন্য বিভিন্ন চরিত্র উপহার দিয়েছেন। তার মধ্যে ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করা তার নিজের জীবনে অন্যতম প্রাপ্তি।
কোলোন ক্যানসারের এই খবরটি এতোদিন গোপন রেখেছিলেন এই তারকা। ক্যানসার নিয়েই করেছেন অস্কারে প্রথমবারের মতো নমিনেশন পাওয়া সুপারহিরো মুভি ব্ল্যাক প্যান্থার৷ শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই মুভিটি আয় করেছে ১.২ বিলিয়ন ডলার৷
সুপার হিরো মুভি ব্ল্যাক প্যান্থার এ অভিনয়ের জন্য উন্মুখ হয়েছিলেন চ্যাডউইক। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ব্ল্যাক প্যান্থারের চরিত্রে অভিনয় করার আগে তিনি এই সুযোগটির জন্য রীতিমতো প্রার্থনা করতেন, কারণ এটি কৃষ্ণাঙ্গদের সুপারহিরো।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন