পোর্টল্যান্ডে সংঘর্ষ: পরস্পরকে দায়ী করছেন ট্রাম্প ও বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ট্রাম্প সমর্থক ও ব্ল্যাক লাইভস ম্যাটার সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় পরস্পরকে দায়ী করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন৷
প্রেসিডেন্ট ট্রাম্প তার দলের সমর্থকদের 'মহান দেশপ্রেমিক' আখ্যা দিয়েছেন। আর এই সংঘর্ষের জন্য দায়ী করেছেন রাজ্যটির ডেমোক্র্যাটিক দলের মেয়রকে। আর অপরদিকে জো বাইডেন দাবি করছেন, এসব সংঘর্ষের উস্কানিদাতা ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) টুইটারে ট্রাম্প লেখেন, পোর্টল্যান্ডের সকল বাসিন্দা আইন এবং আদালতের প্রকৃত কার্যক্রম দেখতে চায়। কিন্তু ডেমোক্র্যাট মেয়র অপরাধের বিরুদ্ধে কথা বলতে অনিচ্ছুক ও অপারগ। সেক্ষেত্রে আমরা নিজেরাই পোর্টল্যান্ড এ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে কাজ করবো।
এই টুইটারের প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেন, তিনি (ট্রাম্প) বিশ্বাস করেন আইন ও বিচারব্যবস্থা নিয়ে টুইট করায় তিনি শক্তিশালী, আদতে তার সমর্থকদের নিয়ন্ত্রণ করতে না পারায় বোঝা যায় তিনি কতোটা দূর্বল।
প্রসঙ্গত, ২৫ মে জর্জ ফ্লয়েড এর মৃত্যুর ঘটনার পর থেকেই পোর্টল্যান্ড এ ব্ল্যাক লাইভস ম্যাটার এর সমর্থনে আন্দোলন ও বিক্ষোভ চলছে। পুলিশের বর্ণবৈষম্যমূলক আচরণ ও পুলিশের ভায়োলেন্স এর বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পোর্টল্যান্ড।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন