গাড়িতে আটকে শিশুর মৃত্যু, মা গ্রেফতার
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে পার্ক করা গাড়ির ভিতর আটকে থাকায় দমবন্ধ হয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মা টিয়ানা জোন্সকে (২৩) গ্রেফতার করেছে ফিনিক্স পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) বিকালে ফিনিক্সের থান্ডারবার্ড রোডে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিনিক্স পুলিশ সার্জেন্ট মার্সিডিজ ফরচুন। সোমবার এই ঘটনাটি প্রকাশ করে পুলিশ।
সার্জেন্ট মার্সিডিজ ফরচুন গণমাধ্যমে জানান, বিকালে একটি শিশু নিখোঁজের ঘটনার রিপোর্ট পায় পুলিশ। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে তার মা এর গাড়ি থেকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
জিজ্ঞাসাবাদে শিশুটির মা টিয়ানা জোন্স পুলিশকে জানায়, এই ঘটনার আগের রাতে সে মদ পান ও ড্রাগ নিয়েছিলো। পরবর্তীতে দিনেরবেলায় সে ঘুমিয়ে যাওয়ার পর শিশুটি একা বের হয়ে যায় ও গাড়িতে আটকে পড়ে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন