তিন মার্কিন যুদ্ধবিমানকে ধাওয়া করলো আট রুশ যুদ্ধবিমান
ছবি: এলএবাংলাটাইমস
পারমাণবিক অস্ত্র বহনযোগ্য তিনটি মার্কিন বিমানকে ধাওয়া করে নিজেদের আকাশসীমা থেকে হটিয়ে দিয়েছে আটটি রাশিয়ান যুদ্ধবিমান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ান ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের মুখপাত্র গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও তাদের নিজস্ব ওয়েবসাইটে আপলোড করে রুশ কর্তৃপক্ষ।
রাশিয়ান ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের মুখপাত্র গণমাধ্যমে জানান, 'ব্ল্যাক সি' এর রাশিয়ান নিয়ন্ত্রনাধীন আকাশসীমার রাডারে তিনটি মার্কিন বি-৫২এন বোমারু বিমানের অস্তিত্ব ধরা পড়ে। এরপরই রাশিয়ার বিমানঘাঁটি থেকে মার্কিন বিমানগুলোকে প্রতিহত করার জন্য চারটি রুশ-২৭ ও চারটি সু-৩০ যুদ্ধবিমান পাঠানো হয়। পিছন থেকে ধাওয়া খেয়ে একপর্যায়ে মাঝ আকাশ থেকে সরে যেতে বাধ্য হয় মার্কিন যুদ্ধবিমানগুলো।
মস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, নিজেদের শক্তি জানান দিতে রাশিয়ার নিয়ন্ত্রাধীন আকাশ সীমায় অনুপ্রবেশ করেছিলো মার্কিন বিমানগুলো।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন