শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
ভ্যাকসিন নিয়ে ট্রাম্পের কথা নির্ভরযোগ্য নয়: কামলা হ্যারিস
ছবি: এলএবাংলাটাইমস
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা নির্ভরযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামলা হ্যারিস।
শনিবার (৫ আগস্ট) কামলা হ্যারিস গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে ট্রাম্পের একার কথা বিশ্বাসযোগ্য নয়।
আসন্ন নির্বাচনের আগে তড়িঘড়ি করে করোনাভাইরাসের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার জন্য কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন ট্রাম্প- সম্প্রতি এমন অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে।
আর যুক্তরাষ্ট্র কোনো ভ্যাকসিন অনুমোদন দিলে কামলা হ্যারিস সেটি প্রয়োগ করবেন কি না - এই প্রশ্নের জবাবে হ্যারিস বলেন, আমার মনে হয় এটা সবার জন্যই একটি সমস্যা হবে। কারণ ট্রাম্পের কথা মোটেও নির্ভরযোগ্য নয়।
নির্বাচনের আগে গবেষকরা ভ্যাকসিন আবিষ্কার করতে পারবেন না, এমন সম্ভাবনার কথাও বলেছেন হ্যারিস। তিনি বলেন, ট্রাম্প নির্বাচনে পাশ করতে যেকোনো কিছু আঁকড়ে ধরতে চাইছে। এর কারণে গবেষকরাও দ্বিধান্বিত হয়েছে রয়েছে৷
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন