শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
'মাস্ক খুলে প্রশ্ন করুন' - সাংবাদিককে বললেন ট্রাম্প
ছবি: এলএবাংলাটাইমস
করোনাভাইরাসের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা নাকাল হলেও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইরাসটিকে মোটেও পাত্তা দেন না৷ এখন পর্যন্ত বেশ কয়েকবারই ট্রাম্প তুচ্ছতাচ্ছিল্য করেছেন মহামারি ভাইরাসটিকে। নিজে সচরাচর মাস্ক তো ব্যবহার করেনই না, অন্যের মাস্ক ব্যবহার নিয়ে আপত্তি রয়েছে তাঁর। এবার রয়টার্স এর এক সাংবাদিককে সংবাদ সম্মেলনে প্রশ্ন করার আগে মাস্ক খুলতে বলেন ট্রাম্প! যদিও শেষ পর্যন্ত ট্রাম্পের কথা মোটেও আমলে নেয়নি সাংবাদিক।
ঘটনাটি ঘটেছে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালের এক সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে রয়টার্সের সাংবাদিক জেফ ম্যাসন প্রশ্ন করতে চাইলে ট্রাম্প তাকে বলেন মুখের মাস্ক খুলে প্রশ্ন করতে৷ এ সময় ট্রাম্প বলেন, 'তোমার থেকে আমার দূরত্ব কতো ফিট বলে মনে হয়?'
জবাবে জেফ ম্যাসন বলেন, আমি জোরে শব্দ করে প্রশ্নটি করবো। আপনার বুঝতে অসুবিধা হবে না। তখন ট্রাম্প বলেন, কিন্তু মাস্ক খুললে বিষয়টি আরো সহজ হয়ে যাবে৷ ট্রাম্প বলেন, 'এর আগে একজন সাংবাদিক মাস্ক খুলে প্রশ্ন করেছিলেন, এবং প্রশ্নটি খুব স্পষ্ট শোনা গেছে'।
এর আগে বেশ কয়েকবার অভিযোগ উঠেছে, ট্রাম্প করোনাভাইরাসের ভয়াবহতা বুঝতে পারছেন না। তিনি মহামারির বিষয়টিকে খুবই হালকাভাবে দেখছেন। এর সত্যতা পাওয়া যায় মাস্ক ব্যবহারের প্রতি ট্রাম্পের অনীহা দেখেই। তবে করোনাভাইরাসের টিকা আবিষ্কারে তড়িঘড়ি করছেন তিনি। ইউএস ড্রাগ এন্ড ফুড এডমিনিস্ট্রেশনকে রীতিমতো টিকা আবিষ্কার ও অনুমোদনের জন্য চাপ প্রয়োগ করছেন ট্রাম্প- এমন অভিযোগও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ সবই হচ্ছে ট্রাম্পের নির্বাচনে জেতার কৌশল।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন