শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
ট্রাম্পকে প্রতারক ও ডাকাত সর্দার বললেন তার সাবেক আইনজীবী
মাইকেল কোহেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সাবেক আইনজীবী, কারাদণ্ড পাওয়া মাইকেল কোহেন তার বইতে বলেছেন, যে অপরাধে তিনি কারাদণ্ড ভোগ করেছেন সেই একই অপরাধের দায়ভার ট্রাম্পেরও রয়েছে।
ট্রাম্পের মানসিকতা ডাকাত সর্দারের মতো আখ্যা দিয়ে কোহেন বলেন, সকল কৃষ্ণাঙ্গ মানুষ সম্পর্কে ট্রাম্প নিচু ধারণা পোষণ করেন। ‘ডিজলয়্যাল: এ মেমোয়ার’ নামের বইতে ট্রাম্প সম্পর্কে এসব কথা লিখেছেন মাইকেল কোহেন। বইতে তিনি ট্রাম্পকে ভণ্ড, প্রতারক, বর্ণবাদী, মিথ্যাবাদী, জালিয়াত ও শিকারি বলে উল্লেখ করেন।
আগামীকাল মঙ্গলবার বইটি প্রকাশ হতে যাচ্ছে। সোমবার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যম বইটির চাঞ্চল্যকর কিছু উদ্ধৃতি প্রকাশ করে।
বইতে কোহেন দাবি করেন, দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট এবং বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা এবং স্প্যানিশ জনগোষ্ঠীকে নিয়েও বর্ণবাদী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
কোহেন লিখেছেন, নেলসন ম্যান্ডেলা কোনও নেতাই ছিলেন না বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। ম্যান্ডেলা সম্পর্কে একবার ট্রাম্প বলেছিলেন, “এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি একটা দেশ চালাচ্ছে সেটা কি সবচেয়ে নোংরা জায়গা নয়, বলুন আমাকে। সেটি সম্পূর্ণ বর্জ্যে ভর্তি।”
ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও ঘৃণা এবং অবজ্ঞা করতেন অভিযোগ করা হয়েছে মাইকেল কোহেনের বইতে।
কোহেন তার বইয়ে আরও লিখেছেন, ট্রাম্প একবার বলেন, “আমি কখনোই স্প্যানিশ জনগোষ্ঠীর ভোট পাবো না। কৃষ্ণাঙ্গদের মতো তারাও এতই মূর্খ যে ট্রাম্পকে ভোট দেবে না। তারা আমার লোক না।”
উল্লেখ্য, প্রায় এক দশক ধরে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করা মাইকেল কোহেনকে ২০১৮ সালের ডিসেম্বরে আদালত ৩ বছরের কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে ছিল ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধের জন্য দুই পর্ন তারকাকে ট্রাম্পের হয়ে অর্থ দেওয়া, রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ার প্রকল্পের বিষয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং কর ফাঁকি দেওয়া।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাবেক আইনজীবী মাইকেল কোহেনের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলেইগ ম্যাকইনানি বলেন, “কোহেন একজন অপমানিত অপরাধী এবং বহিষ্কৃত আইনজীবী, যিনি কংগ্রেসকে মিথ্যা বলেছেন। তিনি সকল বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন এবং মিথ্যার মাধ্যমে তার লাভ খোঁজার প্রচেষ্টা দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই।’
এলএ বাংলা টাইমস/এমকে
শেয়ার করুন