দাবানলে বেড়েছে মৃত্যুর সংখ্যা, ক্যালিফোর্নিয়ায় কমেছে আগুন
দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটন রাজ্যে এখন পর্যন্ত দাবানলে ৩৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ১২ জনের বেশি বাসিন্দা।
ন্যাশনাল ফায়ার অফিশিয়াল সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ক্যালিফোর্নিয়া, সান ফ্র্যান্সিসকো, সিয়াটল, পোর্টল্যান্ড, অরেগন অঙ্গরাজ্যে প্রায় ৯৪টি বৃহৎ দাবানল সক্রিয় আছে। এইসব দাবানলে এখন পর্যন্ত চল্লিশ লাখ একর জমি ভস্মীভূত হয়েছে।
দাবানলের কারণে মারাত্মক বিষাক্ত হয়ে উঠেছে পশ্চিমাঞ্চলের বাতাস। বিশেষজ্ঞরা বলছেন, এই বাতাসের কারণে ফুসফুসের প্রদাহ, ইমিউনিটি সিস্টেমে সমস্যাসহ করোনাভাইরাসের সংক্রমণ পর্যন্ত ছড়াতে পারে। ফলে ক্যালিফোর্নিয়াসহ বিভিন্নস্থানে 'ক্লিন এয়ার সেন্টারস' খুলেছে রাজ্য কর্তৃপক্ষ।
আগস্টের মাঝামাঝি থেকে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ২২ জন, অরেগনে ১০ জন ও ওয়াশিংটনে এক শিশুর মৃত্যু হয়েছে।
ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২৫টি চলমান রয়েছে ক্যালিফোর্নিয়ায়। এছাড়াও ওয়াশিংটনে ১৬টি, অরেগনে ১৩টি ও ইডাহোতে ১০টি দাবানলে পুড়ছে লাখ লাখ একর জমি। এছাড়াও আরিজোনা, আলাস্কা, নিউ মেক্সিকো, নেভাদা, কলোরাদো ও ইউটাহ এ বেশ কিছু ছোট ছোট দাবানল ছড়িয়ে পড়েছে। এসব দাবানল নিয়ন্ত্রনে প্রায় ত্রিশ হাজার ফায়ার সার্ভিস কর্মী অনবরত কাজ করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত প্রকট আকার নিয়েছে ১২টি দাবানল। তবে অনুকূল আবহাওয়ায় কিছুটা নিয়ন্ত্রনে আসতে শুরু করেছে দাবানলগুলো। সবচেয়ে বড় দাবানল কমপ্লেক্স ফায়ারের আগুন ইতোমধ্যে ৯৬ শতাংশ নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে৷ এই দাবানলের কারণে প্রায় ৩ লাখ ৬৩ হাজার একর জমি ভস্মীভূত হয়েছে।
এছাড়াও নরদার্ন ক্যালিফোর্নিয়ার সিয়েরা ন্যাশনাল ফরেস্টের দাবানল নিয়ন্ত্রনে অনবরত কাজ করে যাচ্ছে ফায়ারসার্ভিস কর্মীরা। এছাড়াও লস এঞ্জেলেসের কাছে শুরু হওয়া ববক্যাট ফায়ারও কিছুটা নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। তবে দাবানলে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার কাঠামো বিনষ্ট হয়েছে। দাবানল নিয়ন্ত্রনে রাজ্যটিতে কাজ করছে প্রায় ১৭ হাজার ফায়ার সার্ভিস কর্মী।
এদিকে, অরেগন রাজ্যের ক্রিক ফায়ারে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। অরেগন কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যটির প্রায় আটটি দাবানল আসন্ন শীত পর্যন্ত চলতে পারে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন