ট্রাম্প একজন পরিবেশ বিপর্যয়কারী: জো বাইডেন
ছবি: এলএবাংলাটাইমস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিবেশ বিপর্যয়কারী ও পরিবেশে 'অগ্নিসংযোগকারী' হিসেবে আখ্যা দিয়েছেন আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন৷
সোমবার (১৪ সেপ্টেম্বর) উইলমিংটনের এক নির্বাচনী সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে এসব কথা বলেন জো বাইডেন।
জো বাইডেন বলেন, ট্রাম্প যেভাবে পরিবেশ বিপর্যয় বিষয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা উপেক্ষা করে যাচ্ছেন, এটি সম্পূর্ণ বিবেকবর্জিত ও জ্ঞানশূণ্য কাজ। সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও দাবানলগুলো ট্রাম্পের কারণে শুরু হয়নি সত্যি, কিন্তু ট্রাম্প প্রশাসন যদি আরো চার বছরের জন্য ক্ষমতায় আসে, তবে এই ধরণের প্রাকৃতিক বিপর্যয় ও এর ফলে মৃত্যু এই দেশের জন্য নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে যাবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলের দাবানলে ৩৫ জনের মৃত্যুতে ট্রাম্পের পরিবেশ বিদ্বেষী প্রবণতার কথা আবারো জোরেশোরে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক পরিবেশ বিপর্যয়ের ঘটনাগুলোকে ইস্যু করে নির্বাচনী ফায়দা লুটতে চাইছে ডেমোক্র্যাটরা।
এদিকে, ট্রাম্প সম্প্রতি নেভাদার এক র্যালিতে দাবি করেন, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলের কারণ হচ্ছে 'বন কর্তৃপক্ষের অব্যবস্থাপনা'। অপরদিকে বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিককালে প্রাকৃতিক বিপর্যয় যেমন দাবানল, বন্যা ও হারিকেনগুলো মূলত পরিবেশ বিপর্যয়ের ফলাফল।
এছাড়াও ট্রাম্প ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসামের দিকে ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক দাবানলের জন্য আঙ্গুল তুলেছেন। ট্রাম্প বলেন, 'দূর্বল বন ব্যবস্থাপনা ও প্রশাসনিক দূর্বলতার কারণে ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রনে আসছে না'।
আর সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে জো বাইডেন বলেছেন, আমি আর আমার স্ত্রী পরিস্থিতির উন্নয়নের জন্য প্রার্থনা করছি। তিনি আরো বলেন, সাম্প্রতিককালে করোনাভাইরাসের কারণে মারা গেছে দুই লাখ মানুষ, কৃষাঙ্গদের উপর অবিচার হচ্ছে, অর্থনীতিতে ধস নেমেছে, পরিবেশ বিপর্যয় দেখা যাচ্ছে। এসব মোকাবেলা ও নির্মূল করতে যোগ্য নেতৃত্ব দরকার। যারা এসব সমস্যা পাশ কাটিয়ে ও অস্বীকার করে যেতে চায়, তারা ক্ষমতায় গেলে এসব সমস্যা আরো তীব্র হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন