যুক্তরাষ্ট্রের আদমশুমারি বিষয়ে আদালতে সিদ্ধান্ত হবে শীঘ্রই
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রে আদমশুমারি চলতি সপ্তাহ থেকে শুরু হবে নাকি অক্টোবর থেকে শুরু হবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালত সিদ্ধান্ত জানাবে শীঘ্রই।
এর আগে, ক্যালিফোর্নিয়ার আদালতের ফেডেরাল জাজ লুসি কোহ মহামারি করোনাভাইরাসের কারণে আদমশুমারির কার্যক্রম বন্ধ করার নোটিশ দিয়েছিলো। সম্প্রতি এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। এই বিষয়ে আপিল জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
এদিকে, দ্যা ন্যাশনাল আরবান ল্যাংগুয়েজসহ অন্যান্য গ্রুপ সেপ্টেম্বর ৩০ এর মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপ সৃষ্টি করছে।
তবে ফেডেরাল জাজ লুসি কোহ কমার্স ডিপার্টমেন্টকে জানিয়েছেন, সেপ্টেম্বরের আগে আদমশুমারি হলে সেটি মানসম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই। তাই অক্টোবর ৩১ পর্যন্ত এটির সময়সীমা বর্ধিত করা হবে।
জাজ লুসি কোহ বলেন, ৫০টি রাজ্যের অধিকাংশ বন্ধ রয়েছে। সাতদিনের মধ্যে আদমশুমারি হলে এটি কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন